ব্যুরো নিউজ ১০ নভেম্বর : মাসখানেক হলো নতুন দায়িত্ব নিয়ে সাংসদ হিসেবে কাজ করছেন কঙ্গনা রানাউত। আপাতত বলিউড থেকে সাময়িক বিরতি নিয়ে সংসদীয় দায়িত্ব পালন আর হিমাচলের বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটানোতেই ব্যস্ত। তবে এই আনন্দের মধ্যে হঠাৎই নেমে এলো গভীর শোকের ছায়া। শুক্রবার রাতে তিনি হারালেন তার প্রিয় দিদিমা ইন্দ্রাণী ঠাকুরকে। এই শোকাবহ মুহূর্তে দিদার স্মৃতিচারণ করে বেশ কিছু ছবি ও না জানা গল্প শেয়ার করেছেন অভিনেত্রী-সাংসদ।
শীতের ছুটিতে ঘুরে আসুন এই লাভার্স পয়েন্ট থেকে। কাঞ্চনজঙ্ঘার কোলে এক অনন্য অভিজ্ঞতা
মেয়েদের উচ্চশিক্ষায় জোর দিয়েছেন
প্রথম ছবিতে দিদার সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে কঙ্গনা লেখেন, “গত রাতে আমার প্রিয় দিদা আমাদের ছেড়ে চলে গেলেন। আমাদের পুরো পরিবার শোকে স্তব্ধ। তিনি ছিলেন একজন অসাধারণ মহিলা। দাদুর আর্থিক অসচ্ছলতা থাকা সত্ত্বেও দিদা তার পাঁচ সন্তানকেই যথাযথ শিক্ষা ও মূল্যবোধে মানুষ করেছেন। বিশেষ করে মেয়েদের উচ্চশিক্ষায় জোর দিয়েছেন। সেই সময়েও তার মেয়েরা সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন, যা দিদার জন্য ছিল গর্বের বিষয়।”
কঙ্গনা আরও জানান, তার দিদা ছিলেন অদম্য সাহসী ও প্রাণবন্ত। বয়স শত বছর পেরোলেও নিজের সব কাজ নিজেই করতেন। কয়েকদিন আগে ঘর পরিষ্কার করতে গিয়ে হঠাৎই মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, ফলে তিনি শয্যাশায়ী হয়ে পড়েন। কঙ্গনার ভাষায়, “তিনি ছিলেন আমাদের সবার প্রেরণা। আমাদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন তিনি।”