ব্যুরো নিউজ, ২২ নভেম্বর : অগ্নিমূল্য বাজারে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ।সব্জির অগ্নিমূল্য রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে শুক্রবার সকালেই কলকাতা এবং সল্টলেকের একাধিক বাজারে অভিযান চালায় টাস্ক ফোর্স। বাজারে বেআইনি মূল্যবৃদ্ধি রুখতে কড়া নজরদারি শুরু করেছে প্রশাসন।
সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
অভিযানে আমজনতার মনে স্বস্তি
টাস্ক ফোর্সের আধিকারিকরা বাজারে গিয়ে সবজির দোকানগুলিতে তল্লাশি চালান। কোথাও কি অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে? ফড়েদের দৌরাত্ম্য চলছে কি না? এমন নানা বিষয় খতিয়ে দেখেন তারা। ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়। বেআইনিভাবে বেশি দাম নিলে পুলিশি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আচমকা এই অভিযান আমজনতার মনে খানিকটা স্বস্তি এনে দিয়েছে। অনেকেই আশা করছেন। এই উদ্যোগে শাকসবজির দাম কিছুটা কমতে পারে।বাজার অভিযান ছাড়াও নবান্নে দাম নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা করতে দুপুরে টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব মনোজ পন্থ। প্রশাসন আরও কড়া পদক্ষেপের বার্তা দিতে প্রস্তুত।বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী সবজির লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
লক্ষ্মী ভাণ্ডারের জন্য কি সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
এই পরিস্থিতিতে, বাজারে নজরদারি ও প্রশাসনের পদক্ষেপে মানুষের প্রত্যাশা— সবজির দাম কিছুটা নিয়ন্ত্রণে আসবে। তবে ভবিষ্যতে এই মূল্যবৃদ্ধি রোখার ক্ষেত্রে প্রশাসনের তৎপরতা কতটা কার্যকরী হয়, তা সময়ই বলবে।