ব্যুরো নিউজ, ২৬ ডিসেম্বর: শুরু বর্ণময় বড়শুল উৎসব
প্রাণ, প্রেম, প্রয়াস-এর বার্তা দিয়ে শুরু হয়েছে বর্ণময় বড়শুল উৎসব। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
করোনা ভয়! আক্রান্ত ৪ হাজারের বেশি
বর্ধমান শহরের অদূরে বর্ধমান ২ নং ব্লকের অন্তর্গত বড়শুল উপনগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনা হয় উৎসবের। ২৪ ডিসেম্বর বড়শুল সিডিপি উচ্চ বিদ্যালয়ের মাঠে মূল মঞ্চে এই উৎসবের উদ্বোধন করেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বড়শুল উৎসব কমিটির সভাপতি নিশিথ কুমার মালিক।
পঞ্চাশের দশকে পশ্চিমবাংলার রূপকার প্রয়াত মুখ্যমন্ত্রী ডা: বিধানচন্দ্র রায় বড়শুল গ্রামকে সিডিপি প্রকল্পের আওতায় এনে উপনগরী হিসেবে গড়ে তুলতে তিনটি শব্দ প্রাণ, প্রেম, প্রয়াস-কে মূল মন্ত্র হিসেবে উপস্থাপিত করতে চেয়েছিলেন। রাজনৈতিক কোনো দৃষ্টিকোণ থেকে নয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর গ্রামীণ উন্নয়নের ভাবনাকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে।
বড়শুল উৎসবের উদ্বোধক বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীন উন্নয়নের মৌলিক পরিবর্তন ঘটিয়েছেন। মুখ্যমন্ত্রী চাইছেন, মেলা ও উৎসবে বেশি করে নিবিড় সংযোগ স্থাপন করতে।
উৎসব কমিটির সম্পাদক রমেশ চন্দ্র সরকার জানান, উৎসবের প্রথম দিনেই স্বাস্থ্য বিষয়ে আলোচনা হয়। বিভিন্ন দিনে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সান্ধ্যকালীন স্থানীয় শিল্পীদের পাশাপাশি বহিরাগত শিল্পীদেরও অনুষ্ঠান থাকছে। থাকছে ক্রিকেট প্রতিযোগিতা,অঙ্কন প্রতিযোগিতা, মননশীল আলোচনা। ইভিএম নিউজ