ব্যুরো নিউজ, ৭ ডিসেম্বর: শিয়ালদা লাইনে এসি লোকাল ট্রেন | কত ভাড়া? জানুন বিস্তারিত…
শহরে এবার এসি লোকাল ট্রেন। শিয়ালদা মেন লাইনে চলবে এসি লোকাল ট্রেন। মুম্বইয়ে এসি লোকাল ট্রেনের রেওয়াজ রয়েছে বহুদিন ধরে। হাওড়া ডিভিশনেও জোরদার প্রস্তুতি চলছে। এরমধ্যেই শিয়ালদা থেকে লোকাল ট্রেনে এসি কোচ বসানোর ঘোষণায় সাড়া পড়ে গিয়েছে।
আলিপুরে CBI-এর বিশেষ আদালতে পার্থ
জানাগেছে, প্রথম দফায় শিয়ালদাহ (Sealdah) ডিভিশনে চালু হচ্ছে এসি কোচ। প্রথম ধাপে কয়েকটি EMU ট্রেনে জুড়তে চলেছে এসি কোচ।। শিয়ালদাহ থেকে রানাঘাট লাইনে লোকাল ট্রেনে এসি কোচ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে অন্য রুটগুলোতেও এই পরিষেবা শুরু হবে। শুধু শিয়ালদাহ নয় , হাওড়া ডিভিশনে এসি কোচ লাগানোর প্রস্তুতি চলছে।
পূর্ব রেল সূত্রের খবর মোতাবেক, ডিসেম্বরেই এই পরিষেবা চালু হবে। এসি লোকাল ট্রেনের কোচগুলি আধুনিক সুযোগ সুবিধা-সহ সু-সজ্জিত থাকবে। যেসকল মানুষেরা ট্রেনে যাতায়াত করতে পছন্দ করেন ও আরাম উপভোগ করতে চান তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তবে অনেকেরই মনে এখন একটাই প্রশ্ন এসি কোচে আরাম, সুযোগ- সুবিধা পেতে কত খোয়াতে হবে? অর্থাৎ এসি টিকিটের খরচ কত?
রেল দফতর থেকে জানানো হয়েছে, প্রথম ক্লাসে উঠতে গেলে খরচ পড়বে নুন্যতম ২৫ টাকা করে। ১০ টাকার পরিবর্তে টিকিট ভাড়া হবে ৫৫ – ৮৫ টাকা , যদিও সেটা নির্ভর করছে যাত্রী যাবে কতদূর। রইল বিস্তারিত…
শিয়ালদা- বিধাননগর: সেকেন্ড ক্লাসে ৫ টাকা, ফাস্ট ক্লাসে ২৫ টাকা।
শিয়ালদা – টিটাগড়: সেকেন্ড ক্লাসে ১০ টাকা, ফাস্ট ক্লাসে ৫৫ টাকা।
শিয়ালদা- নৈহাটি: সেকেন্ড ক্লাসে ১০ টাকা, ফাস্ট ক্লাসে ৮৫ টাকা।
শিয়ালদা- কাঁচড়াপাড়া : সেকেন্ড ক্লাসে ১৫ টাকা, ফাস্ট ক্লাসে ৯০ টাকা।
শিয়ালদা – কল্যাণী: সেকেন্ড ক্লাসে ১৫ টাকা, ফাস্ট ক্লাসে ৯০ টাকা।
শিয়ালদা- বিধাননগর: সেকেন্ড ক্লাসের মান্থলি ভাড়া ১০০ টাকা, ফার্স্ট ক্লাসের মান্থলি ভাড়া ৩৪৫ টাকা।
শিয়ালদা – টিটাগড়: সেকেন্ড ক্লাসের মান্থলি ভাড়া ১৮৫ টাকা, ফার্স্ট ক্লাসের মান্থলি ভাড়া ৫৯৫ টাকা।
শিয়ালদা- নৈহাটি: সেকেন্ড ক্লাসের মান্থলি ভাড়া ১৮৫ টাকা, ফার্স্ট ক্লাসের মান্থলি ভাড়া ৭৬৫ টাকা।
শিয়ালদা- কাঁচড়াপাড়া : সেকেন্ড ক্লাসের মান্থলি ভাড়া ২৭০ টাকা, ফার্স্ট ক্লাসের মান্থলি ভাড়া ৯২৫ টাকা।
শিয়ালদা – কল্যাণী : সেকেন্ড ক্লাসের মান্থলি ভাড়া ২৭০ টাকা, ফার্স্ট ক্লাসের মান্থলি ভাড়া ৯২৫ টাকা। ইভিএম নিউজ