ব্যুরো নিউজ, ২০ ডিসেম্বর: মহেশতলা স্কুল ফর গার্লসের ২৫ বছর পূর্তি
১৬ই ডিসেম্বর সারম্বড়ে পালিত হলো মহেশতলা স্কুল ফর গার্লসের প্রাতঃ বিভাগের ২৫ বছর পূর্তির অনুষ্ঠান। স্থানীয় উৎপল দত্ত মঞ্চের ওই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধান শিক্ষিকা রুনু ব্যানার্জি ছাড়াও সমস্ত শিক্ষিকারা। ছিলেন স্কুলের পরিচালন সমিতির সদস্যরা, স্থানীয় কাউন্সিলর সুমনা মুখোপাধ্যায়, বিশেষ আমন্ত্রিত অতিথি প্রাক্তন বিধায়ক ও তৃনমূল কংগ্রেসের অন্যতম সাধারন সম্পাদক সঞ্জয় বক্সী। এছাড়াও মঞ্চ আলোকিত করেন স্কুলের জেনিথ ফাউন্ডেশন কমিটির সদস্যরা।
রাম মন্দির: আমন্ত্রন আদবানি জোশিকে
স্কুলের প্রায় ৬০০র বেশি কচি- কাচা ছাত্রীরা নাচে গানে জমিয়ে তুলেছিল শনিবারের সন্ধ্যা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বিশিষ্ট ব্যাক্তিরা বিভিন্ন বিভাগে কৃতি ছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেন। প্রধান শিক্ষিকা রুনু ব্যানার্জি জানান, তাঁরা এলাকার মানুষের সাহায্যে ও নিজেরা অক্লান্ত পরিশ্রম করে নতুন একটি স্কুল ভবনের জন্য জমি কিনেছেন। কিন্তু মূল ভবন নির্মাণ করা সম্ভব হয়নি। সেই নির্মাণের জন্য সহৃদয় ব্যাক্তি ও স্থানীয় মানুষজনের সাহায্য প্রয়োজন। ইভিএম নিউজ