ব্যুরো নিউজ, ১২ নভেম্বর: ফের নাশকতার ছক? শহরে গ্রেফতার ২ অনুপ্রবেশকারী
উৎসবের মরশুমে শহরে কড়া নজরদারি চলছে পুলিশের। সন্দেহভাজন কাউকে দেখলে আটক করা হচ্ছে। শনিবার দুজনকে যুবককে পার্কস্ট্রিট চত্বরে ঘুরতে দেখে সন্দেহ হয় পুলিশের। জিজ্ঞাসাবাদ করতেই জানতে পারেন দুই যুবক বাংলাদেশি। যুবকদের কাছে পাসপোর্ট ও ভিসা কিছুই ছিল না। এরপরই পার্কস্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয় দুজনকে।
কলকাতা ডিআইজি-র হঠাৎ বদলি কেন? নতুন দায়িত্বে কে?
মানবপাচার চক্রের সন্ধানে রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালাচ্ছে NIA। এর মাঝেই কলকাতার পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী। ওই দুই যুবক কোনও জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগ থাকতে পারে বলে পুলিশের সন্দেহ। উৎসবের মরশুমে শহরে তাঁদের নাশকতার কোনও ছক ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম মহম্মদ আরমান হোসেন ও মহম্মদ আবু তাহের। আরমান বরিশালের বাসিন্দা। তাহের ঢাকার। ভিসা, পাসপোর্ট ছাড়া তাঁরা সীমান্ত পেরিয়ে শহরে প্রবেশ করেছেন। কীভাবে তাঁরা অনুপ্রবেশ করেছে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলছে না। এদিন ধৃত দুজনকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে ২০ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
উৎসবের মরশুমে শহরে বহিরাগতদের ভিড়। তাই এই সময় নাশকতার সম্ভাবনাও বেশি থাকে। কোচির ঘটনার পর লালবাজার থানাগুলিকে তাই আগাম সতর্ক থাকতে বলে হয়েছে। এমন সময় বাংলাদেশের দুই অনুপ্রবেশকারীকে গ্রেপ্তারের পর শহরের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে বলে জানা গিয়েছে।
নাশকতার উদ্দেশ্য শহরে রেইকি করতেও আসতে পারে বলে সন্দেহ পুলিশের। দুই যুবকের সঙ্গে মোবাইল ফোন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কলকাতা বা রাজ্যে কাদের সঙ্গে তাদের যোগ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সংবাদ মাধ্যমের সাহায্য নিয়ে লেখা। ইভিএম নিউজ