ব্যুরো নিউজ, ১ জানুয়ারি: প্রতি মাসে ১০০ জনকে রাম মন্দির দর্শন করাবেন সেবক শুভেন্দু
নন্দীগ্রামের মানুষকে রাম মন্দির দর্শনে নিয়ে যাবেন শুভেন্দু অধিকারী। রবিবার বছরের শেষ দিন নন্দীগ্রাম বজরং কমিটি আয়োজিত হনুমান পুজোয় অংশগ্রহণ করে একথা জানালেন স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন তিনি স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, যারা নিজের টাকায় রাম মন্দির দর্শনে যেতে পারবেন না তাদের সাথে সেবক শুভেন্দু সব সময় আছে।
বোমা বিস্ফোরণে নিহত পাকিস্তানের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী মাসুদ আজহার: সূত্র
শুভেন্দুবাবু বলেন, ‘রাম মন্দির দর্শনের জন্য গোটা দেশ থেকে ৭০০ ট্রেনের ব্যবস্থা করেছে ভারতীয় রেল। সেই সব ট্রেনে টিকিট কেটে উঠতে হবে। নন্দীগ্রামের যারা টিকিট কেটে রাম মন্দির দর্শনে যেতে পারবেন না তাদের মধ্যে প্রতি মাসে আমি ১০০ জনকে ট্রেনে যাতায়াতের ব্যবস্থা করে দেব।
জানুয়ারি মাসের ২২ তারিখের পর থেকে নন্দীগ্রামে রাম মন্দির দর্শন কর্মসূচি শুরু হবে। যারা নিজেদের ক্ষমতায় যেতে পারবেন যাবেন, যারা পারবেন না তাদের জন্য শুভেন্দু অপনাদের সেবক আপনাদের সাথে আছে। এদিন হনুমান পুজোয় অংশগ্রহণ করে একথা জানালেন নন্দীগ্রাম বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইভিএম নিউজ