ব্যুরো নিউজ, ৪ ডিসেম্বর: পুলিশকর্তার নামে ভুয়ো প্রোফাইল | ধৃত ১

খোলা হয়েছিল পুলিশকর্তাদের নামে ভুয়ো প্রোফাইল। সেই প্রোফাইল থেকে মেসেজ পাঠিয়ে অধস্তন আধিকারিকদের থেকে টাকা চাওয়া হত। এমন ঘটনার সাক্ষী থেকেছে ভিন্ রাজ্য। তবে এইবার বাদ পড়লো না বঙ্গ। এ বার বঙ্গেও এক পুলিশকর্তার নামে সমাজমাধ্যমে খোলা হলো ভুয়ো প্রোফাইল। বিষয়টি নজরে আসতেই তৎপর হয়ে ওঠে বিধাননগর থানার পুলিশ। এরপর তাঁরা রাজস্থানে হানা দিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেন।

পুজো দিয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু বৃদ্ধের

পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রহিশ খান। সে অঙ্কে স্নাতক। তার বাড়ি রাজস্থানের আলওয়ার জেলায়। সে যেখানকার বাসিন্দা, ওই এলাকায় এই ধরনের প্রতারণার চাঁইয়েরা রয়েছে। অভিযোগ, সেখানে বসেই সে এ রাজ্যের পুলিশের ডিজি মনোজ মালব্যের ভুয়ো প্রোফাইল সমাজমাধ্যমে খুলেছিল বলে। বিষয়টি সম্প্রতি নজরে আসে বিধাননগর পুলিশের। সমাজমাধ্যমে ওই প্রোফাইল দেখে তাদের সন্দেহ হয়। তারা ডিজি-র অফিসে খোঁজ নিয়ে জানতে পারে, ওই প্রোফাইলটি ভুয়ো।

এরপরেই শুরু হয় রহিশের খোঁজ।  তদন্তকারীরা জানান, ওই ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসা হয়েছে। তদন্তকারীরা জানান, ধৃত জেরায় স্বীকার করেছে যে, সে ডিজি-র ভুয়ো প্রোফাইল তৈরি করে প্রতারণার ছক কষছিল। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর