ব্যুরো নিউজ, ৩ অক্টোবর: নিয়োগের দাবিতে রাজপথে মিছিল
আপার প্রাইমারির বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগের দাবিতে রাজপথে চাকরি প্রার্থীরা। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত চলে মিছিল।
অভিষেকের বিরুদ্ধে বিস্ফোরক অগ্নিমিত্রা
মঙ্গলবার দুপুর ১.৩০ টায় আপার প্রাইমারি বঞ্চিত চাকরি পার্থীদের নিয়োগের দাবিতে মিছিল করা হয়। শিয়ালদহ থেকে শুরু হয়ে মিছিলটি চলে ধর্মতলা পর্যন্ত। এদিন আপার প্রাইমারির বঞ্চিত চাকরি প্রার্থীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৩বার তাদের নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এজও পর্যন্ত তাদের নিয়োগ হয়নি। তাই অবিলম্বে নিয়োগ দিতে হবে এই দাবিতে রাজপথে নামে চাকরি প্রার্থীরা। ইভিএম নিউজ