ব্যুরো নিউজ, ১৭ নভেম্বর: নিয়োগ দুর্নীতি: সুপ্রীম নির্দেশে নয়া বেঞ্চ
রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রীম কোর্টের নির্দেশে নয়া বেঞ্চ গঠন করলো হাইকোর্ট। কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাকের তক্তাবধানে ওই বেঞ্চ গঠন করা হয়েছে। হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে গঠিত এই বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলার বিচার করবেন।
ধৃত কুলেশ্বর শুট আউটের মূল অভিযুক্ত
উল্লেখ্য, সুপ্রীম কোর্টে একটি এস এল পি মামলায় বিচারপতিরা নির্দেশ দেন আগামী ৬ মাসের মধ্যে ওই দুর্নীতির বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। আর ২ মাসের মধ্যেই সিবিআই কে সমস্ত নথি জমা দিতে হবে হাইকোর্টে। ফলে এবার রাজ্যে ওই মামলায় দুর্নীতিতে জড়িয়ে পড়া প্রত্যেকেরই বাড়ল টেনশান। একইভাবে ওই মামলায় রাজ্য সরকার বা গ্রেফতার বিভিন্ন পদাধিকারিকেরও সুপ্রীম কোর্টে যাওয়ার পথ বন্ধ হোল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ইভিএম নিউজ