ব্যুরো নিউজ, ২৫ অক্টোবর: নার্সারির জলে বিষ দিয়ে চাষের মাছ মারার অভিযোগ

পুকুরে বিষ দিয়ে দেওয়ার অভিযোগ। তিল তিল করে চাষ করা মাছের ডিম থেকে পোনা সবই নষ্ট। জলের উপর থিক থিক করছে মরা মাছের পোনা।

সমুদ্রসৈকতে ভেসে এলো মৎস্যকন্যার দেহ

মাছ চাষ করে চলে সংসার। বহু কষ্টে পঞ্চাশ হাজার টাকা জোগাড় করে মাছের ডিম কিনে পুকুর পরিষ্কার করে মাছের ডিম ছাড়া হয়েছিল। ডিম থেকে পোনা হয়ে গেছিল। এবার সেই পোনা বিক্রি করার পালা। কিন্তু তা সম্ভব হলো না।

সেই পুকুরে অর্থাৎ নার্সারিতে কেউ বা কারা বিষ মিশিয়ে দিয়েছে। এতদিনের পরিশ্রম ও ব্যয় করা টাকা সবই জলে। সোমবার রাত পর্যন্ত সবই ঠিক ছিল। মঙ্গলবার সকালে পুকুর দেখতে গিয়ে চক্ষু চড়ক গাছ।

ছোট ছোট পোনা জলের উপরে ভেসে বেড়াচ্ছে মৃত অবস্থায়। এই নার্সারী তথা পুকুরের মালিক শেখ কাশিম। মালদার মানিকচক ব্লকের চৌকিমিরদাদপুর অঞ্চলের শ্যামপুর কুরবানী টোলা এলাকার ঘটনা।

শেখ এনামুলের অভিযোগ, সোমবার রাতে সব ঠিক ছিল। মঙ্গলবার সকাল সাতটা নাগাদ এসে দেখতেই অবাক হয়ে যায়। কিছু মাছ জলের উপর ভেসে ছিল। তারপর ঝাকে ঝাকে পোনা মাছ মৃত অবস্থায় জলের উপর ভাসছে। তার সন্দেহ কেউ বিষাক্ত পদার্থ পুকুরের মধ্যে ফেলে দিয়েছে। এই বিষয়ে প্রশাসনকে অভিযোগ জানানোর কোথাও বলেন তিনি। পাশাপাশি তিনি এও বলেন, প্রশাসনকে অনুরোধ করছি আমাকে সাহায্য করার।

মানিকচক পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ নুরজাহান খাতুন বলেন, আমি বিষয়টা খতিয়ে দেখছি। এই বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। যাতে সেই মাছ চাষীর সরকারি ভাবে কিছু ব্যবস্থা করা যায়।

এক স্থানীয় বাসিন্দা শেখ বাবলুর বক্তব্য, রাতে দেখে গিয়েছিলাম ঠিক ছিল। সকাল সাতটায় পাখি তাড়াতে এসে দেখি মাছগুলো মরে জলির উপর ভাসছে। ওরা পুকুরের যত্ন নিয়েছে। সন্দেহ হচ্ছে কেউ বা কারা পুকুরে বিষ মিশিয়ে দিয়েছে। প্রশাসন সরকারিভাবে সাহায্য করলে উপকৃত হবে মাছ চাষী। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর