ব্যুরো নিউজ, ৬ অক্টোবর: ধর্না মঞ্চ থেকে বড় ঘোষণা অভিষেকের
‘রাজ্যপাল না ফেরা পর্যন্ত ধর্না চলবে’। রাজভবনের নর্থ গেটের কাছ থেকে তৃণমূলের ধর্না মঞ্চ থেকে বড় কর্মসূচির কথা ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জলপাইগুড়িতে মর্মান্তিক দুর্ঘটনা | মর্টার শেল বিস্ফোরণে শিশুর মৃত্যু
তৃণমূলের তরফে আগাম কর্মসূচি ঘোষণা সত্ত্বেও নির্ধারিত সময়ে রাজভবনে নেই রাজ্যপাল। বৃহস্পতিবার তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কর্মসূচী আংশিকভাবে পালিত হলেও নতুন করে কর্মসূচী ঘোষণা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি জানালেন, “যতক্ষণ না রাজ্যপালের সঙ্গে দেখা হবে, তাঁর কাছে আমাদের দাবিদাওয়া পেশ করতে পারব, ততক্ষণ এই ধর্না চলবে। আমি নিজে এখানেই রাত কাটাব।”
গত মঙ্গলবার সময় দিয়েও দিল্লির কৃষি ভবনে তৃণমূল প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্য়োতি। উপরন্ত কৃষি ভবন থেকে দিল্লি পুলিশ তাঁদের তুলে নিয়ে যায়। এর প্রতিবাদে সেদিনই অভিষেক ঘোষণা করেছিলেন, ৫ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার একই দাবিতে রাজভবন অভিযান হবে। রাজ্যপালের কাছে দাবিদাওয়া তুলে ধরা হবে। সঙ্গে থাকবেন ১০০ দিনের কাজে বঞ্চিত মানুষেরা। ইভিএম নিউজ