ব্যুরো নিউজ, ৮ অক্টোবর: দার্জিলিংয়ে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে রাজ্যপাল। রাজ্যের মানুষের স্বার্থে কেন্দ্রের কাছে দরবার রাজ্যপালের
রাজ্যের মানুষের স্বার্থে কেন্দ্রের কাছে দরবার। দরবার করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে টাকা আটকে রয়েছে। কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। বিষয়টি নিয়ে দলীয়ভাবে রাজ্যপালের কাছে যায় তৃণমূল।
জল জমে দুর্ভোগ | রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ
রাজভবনের সামনে তিনদিন ধরে ধর্নায় বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতৃত্বরা। অভিষেক কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্যপাল কলকাতায় না ফেরা অবধি চলবে ধর্না। এরইমাঝে রাজ্যপালের ডাকে দার্জিলিংয়ে যায় তৃণমূলের প্রতিনিধি দল।
শনিবার দার্জিলিংয়ে তৃণমূলের দলীয় প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শেষে তৃণমূলের প্রতিনিধি দল জানিয়েছে, খুব তাড়াতাড়ি কলকাতায় ফিরছেন রাজ্যপাল আনন্দ বোস।
এছাড়াও তৃণমূলের দাবি, এদিনের বৈঠকে রাজ্যপাল অভিষেকের প্রসংশাও করেছেন। রাজ্যপাল অভিষেক প্রসঙ্গে বলেছেন, ‘আপকামিং লিডার অব নেশন’। এমনটাই দাবি তৃণমূলের। ইভিএম নিউজ