রাকেশ রায়, ইভিএম নিউজ ,উত্তর দিনাজপুর, ১০ মেঃ (Latest News) টাকা চেয়ে হয়রান করছে পুলিশ, ক্ষোভ ডাম্পার চালকদের। সরকারি খাতে রাজস্ব দিয়ে বালি তোলা হলেও স্থানীয় পুলিশ প্রশাসনের দ্বারা হয়রানির শিকার ডাম্পার চালকেরা। ঠিক এমনই অভিযোগ তুলে বুধবার চোপড়া থানার সামনেই বিক্ষোভে সামিল হলেন ডাম্পার চালকেরা। যা ঘিরে চরম পর্যায়ের উত্তেজনা ছড়ায় চোপড়া থানা সংলগ্ন এলাকায়।
ডাম্পার চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা ডাম্পার চালান, সরকারি খাতে রাজস্ব দিয়েই তারা বালি নিয়ে যান। কিন্তু ইদানিং স্থানীয় পুলিশ প্রশাসনের দ্বারা হয়রানির শিকার হতে হচ্ছে। প্রতিবাদ করলেও পাত্তা দিচ্ছে না পুলিশ। তাদের আরো অভিযোগ, রাজস্বের সরকারি রসিদ থাকা সত্ত্বেও অযথা অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখা হচ্ছে এবং টাকা চাওয়া হচ্ছে। প্রতিবাদ করলেই কেস দিয়ে দেওয়া হচ্ছে।
এরপরেই ডাম্পার চালকদের প্রতিনিধিরা থানার আইসি-র সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেন। পাশাপাশি পুলিশ প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়, যদি রাজস্বের রসিদ থাকা সত্ত্বেও কোনও ডাম্পার চালককে পুলিশ কর্মী হয়রানি করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। (EVM News)
ফুলবাড়িতে পানীয় জলের সমস্যা নিয়ে পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ
রাজবংশী নাবালিকাকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে জেলায় জেলায় বিভিন্ন সংগঠনগুলির যৌথ বিক্ষোভ