messi

 

চোটের জন্য দেশের হয়ে দু’টি ম্যাচ খেলতে পারবেন না লিয়োনেল মেসি

অতিরিক্ত ধকলের কারণে সামান্য চোট লেগেছে মেসির!

ব্যুরো নিউজ,১৯ মার্চ, পুস্পিতা বড়াল: পায়ে চোট লাগায় দেশের হয়ে দু’টি ম্যাচ খেলতে পারবেন না আর্জেন্টিনার অধিনায়ক মেসি! আর্জেন্টিনার ফুটবল সংস্থা সূত্রে খবর, বিশ্বকাপজয়ী অধিনায়ককে আমেরিকায় দু’টি প্রদর্শনী ম্যাচেই পাওয়া যাবে না।

সমস্ত ক্যামেরাকে হার মানাবে এই মডেলের দুর্ধর্ষ ক্যামেরা! দেখে নিন Vivo X100 Pro মডেলের রিভিউ!

তবে কি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকবেন না কোহলি? জল্পনা তুঙ্গে!

আর্জেন্টিনার দু’টি প্রদর্শনী ম্যাচ খেলার কথা রয়েছে আগামী ২২ এবং ২৬ মার্চ। তিন বারের বিশ্বচ্যাম্পিয়নদের সালভাদোর এবং কোস্টারিকার বিরুদ্ধে রয়েছে খেলার কথা। মেসি এই দু’টি ম্যাচেই দেশের হয়ে খেলতে পারবেন না। তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে।

অতিরিক্ত ধকলের কারণে সামান্য চোট লেগেছে মেসির!

এই প্রসঙ্গে এক বিবৃতিতে আর্জেন্টিনার ফুটবল সংস্থা জানিয়েছে, ‘‘আমেরিকায় অনুষ্ঠিত হতে চলা দু’টি প্রদর্শনী ম্যাচে আমরা পাব না আর্জেন্টিনার অধিনায়ক লিয়োনেল মেসিকে। তাঁর পায়ে চোট রয়েছে। ইন্টার মায়ামির হয়ে ন্যাশভিল এফসি ম্যাচে চোট পেয়েছেন তিনি। মেসির চোট অবশ্য গুরুতর নয়।’’

অপরদিকে, এই বিষয়ে ইন্টার মায়ামি কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘মেসি সপ্তাহ দুয়েক বিশ্রাম নিলেই মাঠে ফেরার মতো জায়গায় চলে আসবেন। মনে করা হচ্ছে, অতিরিক্ত ধকলের কারণে সামান্য চোট লেগেছে। শুধু দেশের হয়ে নয়, মেসি ক্লাবের হয়েও পরের দু’টি ম্যাচ খেলতে পারবেন না।’

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর