ইভিএম নিউজ ব্যুরো, ২১ মার্চঃ চাকরি দেওয়ার নাম করে ৯ লক্ষ টাকার বিনিময়ে জাল নিয়োগপত্র দেওয়ার অভিযোগ উঠল বাগদার সিপিএমের এক যুবনেতার বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই যুবনেতার নাম সজল ভদ্র। বাগদা থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের হয়েছে তার বিরুদ্ধে। সজল সিপিএম যুব সংগঠনের বাগদা লোকাল কমিটির সদস্য। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন বাগদা থানা এলাকারই রামনগর অঞ্চলের বাসিন্দা তন্ময় বিশ্বাস নামে এক যুবক ।
তন্ময়ের অভিযোগ, খাদ্য দফতরে চাকরি দেওয়ার নামে সজল তাঁর কাছ থেকে ৯ লক্ষ টাকা নিয়েছিলেন। এরপর খাদ্য দফতরের নামে জাল নিয়োগ পত্রও দেওয়া হয় তাঁকে।তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ওই সিপিএম যুব নেতা।সজলের পাল্টা অভিযোগ, দিন কয়েক আগে তাকে অপহরণ করা হয়েছিল এবং এই মর্মে তিনি গোপালনগর থানায় লিখিত অভিযোগও জানিয়েছিলেন। সজলের অভিযোগ, সেজন্যই তাকে পরিকল্পনা করে ফাঁসানোর চক্রান্ত হচ্ছে। অপহরণের ব্যাপারে তার অভিযোগের আঙ্গুল তৃণমূল পরিচালিত বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়ের দিকে।
গোপা অবশ্য অপহরণের অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘সজল ভদ্র অতীতে এমন অনেককে ঠকিয়েছেন। দিন কয়েক আগে পাওনাদারদের হাত থেকে বাঁচার জন্য সজল নিজেই আমার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।এই বিষয়ে পাল্টা সজলের অভিযোগ,যে ভূয়ো নিয়োগপত্রের কথা বলা হচ্ছে, তা তাকে ফাঁসানোর জন্যই তৈরি করা হয়েছে। আর এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চলছে তৃণমূল-সিপিএম চাপানউতোর। গোটা ঘটনার তদন্ত শুরু করছে বাগদা থানার পুলিশ।