রাজীব ঘোষ, ২৩ সেপ্টেম্বর: গুজরাতের সোমনাথ মন্দির | সাবেকিয়ানার ছোঁয়ায় আধুনিকতার থিম
প্রতিবছরই নতুনত্বের ছোঁয়া দেখতে পাওয়া যায় এই পুজো মন্ডপে। পুজো কমিটির সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে প্রতি বছর নিত্য নতুন থিম উপহার দিয়ে চলেছে আহিরীটোলা সর্বজনীন। এবার তাদের পূজো ৮৪ তম বর্ষে পদার্পণ করেছে।
‘আলাপন’ প্রকৃতি-সমাজের মেলবন্ধন
চূড়ান্ত পর্যায়ে চলছে আহিরীটোলা সর্বজনীনের দুর্গাপূজা মন্ডপের প্রস্তুতি। ১৯৪০ সালে আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতির পুজোর সূত্রপাত হয়। তারপর থেকেই প্রতিবছর নতুন নতুন পরিকল্পনা ও ভাবনার মধ্য দিয়ে তাদের পুজো মণ্ডপের থিম প্রস্তুত করে চলেছে আইরিতলা সর্বজনীন। এবার তাদের থিম ‘অবিনশ্বর’।
সাবেকিয়ানা ও আধুনিকতার এক সুন্দর মেলবন্ধন এই পুজোয় দেখতে পাওয়া যাবে। যেখানে নিজেদের ঐতিহ্যকে বজায় রেখে আরো সুন্দরভাবে দুর্গাপুজো করার লক্ষ্যেই উদ্যোগ নিয়েছে আহিরীটোলা সর্বজনীন। পুজো কমিটির কর্মকর্তাদের কাছ থেকে জানা গিয়েছে, এবার মণ্ডপের থিমে গুজরাতের সোমনাথ মন্দির তুলে ধরা হয়েছে। প্রাচীন সময়ে থেকেই সোমনাথ মন্দির বহু আক্রমণ সহ্য করে দাঁড়িয়ে রয়েছে। তাই এবার ৮৪ তম বর্ষে পা দিয়ে সেই সোমনাথ মন্দিরকেই মন্ডপের থিমে তুলে ধরছে আহিরীটোলা সর্বজনীন। ইভিএম নিউজ