ব্যুরো নিউজ, ১৪ ডিসেম্বর: খাস কলকাতায় ফের প্রকাশ্যে শিশু বিক্রি
মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে ২৩ দিনের কন্যাসন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠলো সেই শিশুটির দাদুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার আনন্দপুর এলাকায়। অভিযোগ করেছে শিশুটির মা, আনন্দপুর থানা এলাকার বাসিন্দা বিকাশ পাসওয়ানের স্ত্রী ১৯ বছরের নীলম কুমারী। পরিবারের সদস্যদের বিরুদ্ধেই অভিযোগ শিশুটির মা নীলমের। তাঁর অভিযোগ, তাঁর সৎবাবা বানতলা বাজার এলাকার বাসিন্দা ৫০ বছরের চুন্নু দাস তাঁর ২৩ দিনের কন্যাসন্তানকে নিয়ে বিক্রি করে দিয়েছেন। নীলমের অভিযোগ পেয়ে তড়িঘড়ি তদন্তে নামে আনন্দপুর থানার পুলিশ।
ব্যাংকে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ধৃত ১
পুলিশ ইতিমধ্যে শিশুটিকে উদ্ধার করেছে। গ্রেফতার করা হয়েছে বিক্রির ঘটনার সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকেও। আনন্দপুর এলাকায় শিশুবিক্রির ঘটনা অবশ্য এই প্রথম নয়। এর আগেও একই ভাবে এই এলাকা থেকে শিশুবিক্রির অভিযোগ উঠেছিল। উল্লেখ্য, গত অগস্টে আনন্দপুরে ৪ লক্ষ টাকার বিনিময়ে ২১ দিনের কন্যাসন্তানকে বিক্রির অভিযোগ উঠেছিল মায়ের বিরুদ্ধে। পুলিশ শিশুটিকে বেহালা থেকে উদ্ধার করেছিল। গ্রেফতার করা হয়েছিলো শিশুর মাকে।
পুলিশ সূত্রে খবর, নরেন্দ্রপুর থানা এলাকার পাঁচপোতার বিশ্বাসপাড়া থেকে ৪০ বছরের চৈতালি চক্রবর্তীর হেফাজত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। ইতিমধ্যে শিশুটিকে তাঁর মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁরা আরও জানায়, চুন্নু শিশুটিকে চুরি করার পরে হাতবদল করতে দালালের ভূমিকা পালন করেছিল শিখা মুখোপাধ্যায় ও পূর্ণিমা মণ্ডল নামে দু’জন। তাঁদেরকেও পুলিশ গ্রেফতার করেছে। ইভিএম নিউজ