ব্যুরো নিউজ, ৮ অক্টোবর: খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডির তল্লাশি
পুরনিয়োগ দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। টানা ১৯ ঘণ্টা চলে তল্লাশি। রাত দেড়টা নাগাদ মন্ত্রীর মধ্যমগ্রামের মাইকেল নগরের বাড়ি থেকে বের হন আধিকারিকরা। খাদ্যমন্ত্রী জানান, তদন্তে সব রকমের সহযোগিতা করেছেন তিনি। মন্ত্রীর দাবি, পুরসভায় নিয়োগ সংক্রান্ত বিষয় বোঝার ক্ষেত্রে ইডি আধিকারিকদের গোলযোগ আছে। তিনি একটি বই দিয়ে ইডি আধিকারীকদের সাহায্য করেছেন বলেও জানান। গভীর রাতেও খাদ্যমন্ত্রীর বাড়ির সামনে উপস্থিত
ছিলেন তাঁর অনুগামীরা। তদন্তকারীরা বেড়িয়ে যাওয়ার সময় স্লোগানও দেন তাঁরা।
পুরনিয়োগ মামলায় তল্লাশিতে এক কেজি সোনার গয়না উদ্ধার করলেন ইডি আধিকারিকরা। সল্টলেকেও তল্লাশি চালান তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদে যে কটি ব্যাঙ্কের লকারের হদিশ পাওয়া গেছে, সেগুলিতে তল্লাশি চালানো হয়। ব্যাঙ্কের লকার থেকেই মিলেছে এক কেজি সোনার গয়না। সূত্রের খবর, সোনা ছাড়াও প্রচুর নথি ও ডিজিট্যাল এভিডেন্স মিলেছে। মন্ত্রী ছাড়াও পরিবারের সকল সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট সংগ্রহ করে ইডি।
খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়ির পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভাতেও ম্যারথন অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের। ১৪ ঘণ্টা অভিযান পুরসভার অফিসে। রাত সাড়ে বারোটা নাগাদ শেষ হয় অভিযান। এর আগে রাত সাড়ে দশটা নাগাদ শেষ হয়, দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতে অভিযান। ১৫ ঘণ্টার অভিযানে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর। দক্ষিণ দমদমের প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়ের বাড়িতেও লম্বা সময় অভিযান চালান কেন্দ্রীয় এজেন্সির আধিকারীকরা। ইভিএম নিউজ