ব্যুরো নিউজ, ২৪ ডিসেম্বর: কুয়াশার চাদরে সকালের শহর
শীতের প্রকোপ কিছুটা ব্যকফুটে গেলেও দাপিয়ে ব্যাটিং চালাচ্ছে ঘন কুয়াশা। সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে শহর ও শহর সংলগ্ন এলাকা।
সূর্যোদয় হলেও কুয়াশার চাদর ভেদ করতে পারেনি সূর্যালোক। ব্যাহত যান চলাচল। এমনকি বিমান চলাচলেও সমস্যা। সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার চাদর সরিয়ে মুখ বের করেছে সূর্যি মামা।
হাওড়া শহরে ঘন কুয়াশা, কুয়াশার সাদা চাদরে ঢেকে গিয়েছে নবান্ন। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় জাতীয় সড়ক বা অন্যান্য রাস্তাতেও সমস্যায় যান চলাচল। সকাল থেকে এই চিত্র ধরা পড়েছে হাওড়া শহরে বিভিন্ন জায়গায়। জাতীয় সড়ক বা রেলেরও এই একই সমস্যা দেখা গিয়েছে। কুয়াশার জেরে ধীর গতিতে চালানো হচ্ছে ট্রেন। ইভিএম নিউজ