ব্যুরো নিউজ, ২১ ডিসেম্বর: কলকাতায় চাকরি প্রার্থীদের বিক্ষোভ
মাদ্রাসা সার্ভিস কমিশনের ২০১৩ সালের বিজ্ঞপ্তিতে শূন্যপদ ছিলো ৩১৮৩। কিন্তু প্যানেল ছাড়াই নিয়োগ হয় মাত্র ১৫০০ জনের। তবে সেখানেও প্রচুর দূর্নীতি চোখে পড়ে। ২০১০ সালের গেজেটের কোন নিয়ম মানা হয়নি। মাদ্রাসা শিক্ষা মন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি বলছিলেন ৬-৭ হাজার মাদ্রাসাতে নিয়োগ হবে। অথচ ষষ্ঠ SLST উত্তীর্ণ চাকরি প্রার্থীরা দীর্ঘ ৭ বছর ধরে আন্দোলন করছে।
মহামান্য হাইকোর্ট বারংবার নিয়োগের নির্দেশ দিলেও ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে আটকানোর চেষ্টা করছে। অন্যদিকে শুধু প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু উত্তীর্ণ চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে না বলে অভিযোগ।
এই দাবিতে হাজরা মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন SLST উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। এই বিক্ষোভের জেরে রাস্তায় যান চলাচল থমকে যায়। ফলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ইভিএম নিউজ