ব্যুরো নিউজ, ৯ নভেম্বর: এপার্টমেন্ট থেকে উদ্ধার এক দম্পতির ঝুলন্ত দেহ
গড়ফা থানার অন্তর্গত পূর্বাচল রোডের অন্তর্গত ‘Gajraj Nest’ নামক এপার্টমেন্ট থেকে এক বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাদের মধ্যে একজনের বয়স ৬৫ ও অন্যজনের ৬০। জানা গিয়েছে, ওই দম্পতি নিঃসন্তান ছিল। তাদের কোন আত্মীয় পরিজনদের সাথেও যোগাযোগ ছিল না। তারা ওই এপার্টমেন্টে একাই থাকতেন। ঘরের ভেতর থেকে উদ্ধার সুইসাইড নোট। সেই সুইসাইড নোটে মানসিক অবসাদের কথা উল্লেখ ছিল।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিঁচুড়িতে টিকটিকি মেলার অভিযোগ
নিঃসঙ্গতার অন্ধকার কতটা গাঢ় হলে মানুষ এভাবে নিজেকে শেষ করে দেয়, তার সাক্ষী থাকলো পূর্বাচল। আরও একবার একটা ধাক্কা খেলো এই সমাজ। এতো বড় এই সমাজ আর এতো তার জনসংখ্যা। এই এতো বড় সমাজের ভিতরে বসবাস করেও দুটি মানুষ এতই নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন যে, আর বেঁচে থাকার কোন অর্থ তারা খুঁজে পাচ্ছিলেন না।
পাড়া প্রতিবেশীরা জানিয়েছেন, তারা বেশ কয়েকদিন ধরেই ওই দম্পতিকে দেখতে পাচ্ছিলেন না। খোঁজ করবেন কিনা তা ভাবছিলেন। কিন্তু এর পরেই ঘরের ভেতর থেকে তারা পচা গন্ধ পায়। এই পচা গন্ধ পাওয়ায় তাঁদের সন্দেহ হয়। এরপর তাঁরা গড়ফা থানায় খবর দেন। খবর পেয়ে সেখানে গড়ফা থানার পুলিশ আসে। বুধবার সকালে ওই এপার্টমেন্টের দরজা ভেঙে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার করে তারা। ইভিএম নিউজ