ব্যুরো নিউজ, ২২ জানুয়ারি:সম্প্রতি এক ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী জ়িনত আমন। তিনি প্রায় মৃত্যুর কোলে চলে গিয়েছিলেন, তবে ভাগ্যক্রমে সেখান থেকে ফিরে আসেন। নিজের সেই ভয়ানক অভিজ্ঞতা তিনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন।ঘটনাটি ঘটে সোমবার। প্রতিদিনের মতো ওষুধ খেতে গিয়েছিলেন ৭৩ বছর বয়সী জ়িনত। সে সময়ই একটি ওষুধ তাঁর গলায় আটকে যায়, যা শ্বাসনালিতে চলে যায়। এর ফলে শ্বাস নিতে সমস্যা শুরু হয়। ভীষণ কষ্টে শ্বাস নিচ্ছিলেন তিনি, কিন্তু কোনোভাবেই ওই ওষুধটি গিলতে বা উগরে দিতে পারছিলেন না।
মুখে ব্রণ হচ্ছে মানেই আপনার শরীরে হুরহুর করে কমছে এই ভিটামিন। জানুন বিস্তারিত
শ্বাস নিতে সমস্যা শুরু?
পরিস্থিতি এতটা খারাপ হয়ে গিয়েছিল যে তিনি জল পান করতে থাকেন, কিন্তু তাও কিছুতেই গলা থেকে সেই ওষুধটি বের হচ্ছিল না।জ়িনত আমন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তখন বাড়িতে তাঁর সঙ্গে কেউ ছিল না। শুধুমাত্র তাঁর পোষ্য কুকুর এবং পাঁচটি বেড়াল ছিল। সেই অবস্থায় খুব ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। চিকিৎসকের ফোনও ব্যস্ত ছিল। এক সময়, তাঁর পুত্র জ়হান বাড়ি ফিরে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাহায্য করেন। চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়, তবে তার আগেই ওষুধটি গলায় গলে যায়। তারপরও, কয়েক ঘণ্টা জুড়ে তিনি আরও জল পান করতে থাকেন।
মালাবিক্রেতা মোনালিসা কুম্ভমেলা থেকে একেবারে সিনেমার পর্দায়! এক ষোড়শীর নতুন যাত্রার গল্প পড়ুন
এই ঘটনার পর জ়িনত আমন উপলব্ধি করেন যে, এমন পরিস্থিতিতে ধৈর্য ধরে থাকার গুরুত্ব অনেক বেশি। তিনি মনে করেন, যদি তিনি আতঙ্কিত হতেন, তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত।এখন সুস্থ এবং ভালো আছেন তিনি, তবে এই অভিজ্ঞতা তার কাছে একটি বড় শিক্ষা হয়ে থাকবে। জ়িনতের সাহস এবং ধৈর্য সত্যিই প্রশংসনীয়।