ভারতীয় ক্রিকেটের লেগ স্পিনার যুজবেন্দ্র চহাল ও স্ত্রী ধনশ্রী বর্মা

ব্যুরো নিউজ,৮ জানুয়ারি:ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় লেগ স্পিনার যুজবেন্দ্র চহাল এবং তাঁর স্ত্রী ধনশ্রী বর্মার সম্পর্ক নিয়ে বর্তমানে চর্চা চলছে। সম্প্রতি কিছু পোস্টের মাধ্যমে চহাল তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আরও বেশি আলোচনা সৃষ্টি করেছেন। বিশেষ করে, সোশ্যাল মিডিয়ায় চহাল এবং ধনশ্রী একে অপরকে ‘আনফলো’ করার পর তাঁদের সম্পর্কের ভবিষ্যত নিয়ে অনেকেই নানা মতামত প্রকাশ করছেন। চহাল নিজে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক পোস্ট দিয়ে সেই জল্পনাকে আরও উসকে দিয়েছেন।

ইসরোর নতুন চেয়ারম্যান কে হবেন? দায়িত্ব কবে নেবেন?

আত্মবিশ্বাসী মনোভাব প্রকাশ

মঙ্গলবার চহালের একটি পোস্টে লেখার মধ্যে ছিল, “সাইলেন্স ইজ় এ প্রোফাউন্ড মেলডি, ফর দোজ় হু ক্যান হিয়ার ইট অ্যাবাভ অল দ্য নয়েজ়।” এই উক্তি গ্রিক দার্শনিক সক্রেটিসের বিখ্যাত এক উক্তির অনুবাদ। এর মানে হল, “নিস্তব্ধতারও সুর আছে। তারাই শুনতে পায়, যারা বিকট আওয়াজের মাঝেও তা শুনতে পারে।” এই ধরনের উক্তি সাধারণত আধ্যাত্মিক বা আত্মবিশ্বাসী মনোভাব প্রকাশের জন্য ব্যবহৃত হয়।একাধিক পোস্ট এবং ইঙ্গিতপূর্ণ ক্যাপশনের মাধ্যমে চহাল তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কিছুই প্রকাশ করেছেন। কিছু দিন আগে চহাল তার ইনস্টাগ্রাম থেকে স্ত্রীর সঙ্গে সব ছবি মুছে দিয়েছিলেন। এর পরেই তাঁরা একে অপরকে ‘আনফলো’ করে দেন। এসবের মধ্যে চহালের একটি ইনস্টাগ্রাম স্টোরি আরও বেশী প্রশ্ন তৈরি করেছে। এতে লেখা ছিল, “কঠোর পরিশ্রম মানুষের চরিত্রকে আলোকিত করে। আপনি নিজের যাত্রা জানেন, নিজের কষ্ট জানেন। যেখানে পৌঁছেছেন, সেখানে পৌঁছনোর জন্য কী কী করতে হয়েছে জানেন। গোটা বিশ্বও জানে। সোজা ভাবে দাঁড়ানো উচিত। আপনি আপনার বাবা-মাকে গর্বিত করার জন্য প্রচুর ঘাম ঝরিয়ে পরিশ্রম করেছেন। এক জন গর্বিত ছেলের মতো শিরদাঁড়া সোজা করে দাঁড়ান।”

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল, আরও ৯৬ জনের নাম তালিকায়

এখানে বিশেষভাবে লক্ষ্যণীয় যে, চহাল তাঁর পোস্টে শুধু বাবা-মায়ের পাশে থাকার কথা উল্লেখ করেছেন, কিন্তু স্ত্রীর কথা কিছুই বলেননি। এর ফলে, অনেকে ধারণা করছেন যে তাঁদের মধ্যে কিছু ব্যক্তিগত সমস্যা থাকতে পারে। ২০২০ সালের ২২ ডিসেম্বর ধনশ্রী বর্মার সঙ্গে বিয়ে করেছিলেন চহাল। এখনো তাঁদের সম্পর্কের পরিস্থিতি পুরোপুরি পরিষ্কার না হওয়ায়, বিবাহবিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়ে উঠেছে।যুজবেন্দ্র চহালের এমন পোস্টের মাধ্যমে চর্চা যতই বাড়ছে, ততই তাঁর এবং ধনশ্রীর সম্পর্কের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠছে। তবে, সঠিক তথ্য না আসা পর্যন্ত সবটাই অনুমানই রয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর