যুজবেন্দ্র চহাল এবং ধনশ্রী বর্মার সম্পর্ক নিয়ে চলছে নানা জল্পনা

ব্যুরো নিউজ,১০ জানুয়ারি:ক্রিকেটার যুজবেন্দ্র চহাল এবং তার স্ত্রী ধনশ্রী বর্মার সম্পর্ক নিয়ে বর্তমানে নানা জল্পনা তৈরি হয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে তাঁদের সম্পর্কের বিষয়ে বিভিন্ন ধরনের মন্তব্য এবং জল্পনা চলছে। এ বিষয়ে উভয়েই সরাসরি কিছু না বললেও, তাঁরা একের পর এক পোস্ট করে যাচ্ছেন যা মনোযোগ আকর্ষণ করেছে। তবে, বেশিরভাগ পোস্টে তাঁদের সম্পর্কের বিষয়টি পরিষ্কারভাবে উল্লিখিত হয়নি। চহাল তাঁর নতুন পোস্টে এক বারের জন্যও স্বামী হিসাবে দায়িত্বের কথা উল্লেখ করেননি।

পশ্চিমবঙ্গে ছাত্রশূন্য স্কুলের সংখ্যা সবচেয়ে বেশিঃ কেন্দ্রীয় রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

সোশ্যাল মিডিয়া

চহাল বৃহস্পতিবার তার সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, “আমার সমস্ত সমর্থকদের প্রতি আমি কৃতজ্ঞ। তাঁদের ভালোবাসা এবং সাহায্য ছাড়া আমি এতদূর আসতে পারতাম না। তবে এই যাত্রা এখনও শেষ হয়নি। দেশের জন্য আরও অনেক কিছু করতে বাকি।” তিনি আরও বলেন, “এক জন পুত্র, ভাই এবং বন্ধু হিসাবে আমি গর্বিত। ব্যক্তিগত জীবন নিয়ে সমাজমাধ্যমে যা কিছু বলা হচ্ছে, সেগুলি কিছু সত্যি হতে পারে, আবার কিছু অসত্যও হতে পারে। আমি শুধু আবেদন করছি, এই সব জল্পনায় না এসে আমাকে এবং আমার পরিবারকে শান্তি দিন।” এদিকে, ধনশ্রীও সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি নিজের জীবন এবং সম্পর্ক নিয়ে নানা কথা বলেছেন। তিনি জানান, “গত কয়েক দিন আমার এবং আমার পরিবারের জন্য খুব কঠিন ছিল। সবচেয়ে বিরক্তিকর বিষয় হলো, কিছু লোক সত্যতা যাচাই না করে সমাজমাধ্যমে ভিত্তিহীন কথা বলছে, ঘৃণা ছড়াচ্ছে এবং আমাকে ট্রোল করছে।” ধনশ্রী আরও বলেন, “আমি আমার নাম এবং পরিচিতি সততার সঙ্গে গড়তে চেষ্টা করেছি। আমার নীরবতা দুর্বলতার লক্ষণ নয়, বরং শক্তির পরিচয়।”

আলিপুরদুয়ারের মেচপাড়া চা-বাগান হঠাৎ করে বন্ধ,  শ্রমিকরা কর্মহীন

তিনি বলেন, “নেতিবাচকতা সমাজমাধ্যমে খুব সহজে ছড়ায়, কিন্তু অন্যদের উন্নতির জন্য সাহস এবং সহানুভূতির প্রয়োজন। আমি সত্যে বিশ্বাসী এবং আমার মূল্যবোধ ধরে রেখেই এগিয়ে যেতে চাই। একদিন না একদিন সত্যি সামনে আসবেই এবং তখন কোনো ব্যাখ্যার প্রয়োজন হবে না।” ২০২২ সালে ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন চহাল। তবে সম্প্রতি তাঁদের সম্পর্ক নিয়ে কিছু প্রশ্ন উঠেছে, বিশেষ করে চহাল তাঁর সোশ্যাল মিডিয়া থেকে ধনশ্রীর সমস্ত ছবি মুছে দেওয়ার পর থেকে। ধনশ্রী এখনও চহালের সঙ্গে বেশ কিছু পুরনো ছবি রেখেছেন, তবে তাঁদের সম্পর্ক বর্তমান পরিস্থিতি কেমন তা স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর