ব্যুরো নিউজ ১১ নভেম্বর :মধ্যপ্রদেশের সতনার হনুমান নগর এলাকায় ঘটে গেল একটি হৃদয়বিদারক ঘটনা। এক যুবক যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। একটি যুবকের সঙ্গে বচসার পর তার তিন মাসের শিশুকে খুন করেছে প্রতিশোধ হিসেবে। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেফতার করে। জেরায় খুনের কথা স্বীকার করে নিয়েছে বলে দাবি করেছে।
সপ্তাহান্তে তাপমাত্রা কমবে রাজ্যে, বাংলায় শীতের আমেজ
পুলিশ সিসি ক্যামেরা চিহ্নিত করে অভিযুক্ত যুবককে
পেঁয়াজের আকাশছোঁয়া দাম! চিন্তা বাড়াচ্ছে মধ্যবিত্তদের
ঘটনাটি ৬ নভেম্বরের। ওই দিন শিশুটির বাবা-মা তাদের সন্তানকে নিয়ে একটি মন্দিরের পাশে ঘুমাচ্ছিলেন। সেই সময় সুযোগ পেয়ে অভিযুক্ত যুবক শিশুটিকে তুলে নিয়ে চলে যায়। শিশুটির বাবা-মা প্রথমে সন্তানকে খুঁজে না পেয়ে নিখোঁজ ডায়েরি করেন। ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী পুলিশ মামলা দায়ের করে। এরপর শুরু হয় শিশুটির খোঁজ।
৮ নভেম্বর রাস্তার ধারে একটি বস্তায় শিশুটির মৃতদেহ পাওয়া যায়। তার বাবা দেহটি শনাক্ত করার পর পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত যুবককে চিহ্নিত করে। তদন্তের পর পুলিশের হাতে ধরা পড়েন বীরেন্দ্র চৌধুরি নামে ওই যুবক। জেরায় তিনি শিশু হত্যার কথা স্বীকার করেন। অভিযুক্ত জানায় শিশুটির বাবা-মায়ের সঙ্গে কিছু দিন আগে তার ঝামেলা হয়েছিল। প্রতিশোধ নিতে শিশুটিকে তুলে নিয়ে একাধিক বার রাস্তায় আছড়ে ফেলেছে। যতক্ষণ না শিশুটি মারা যায় ততক্ষণ তাকে আছড়ে ফেলেছিল। এরপর শিশুটির দেহ বস্তায় ভরে রাস্তায় ফেলে দেয়।
২০২৫ মাধ্যমিক ফর্ম ফিলাপ হবে অনলাইনে, বদল আনল মধ্যশিক্ষা পর্ষদ
পুলিশ সূত্রে জানা গেছে, বীরেন্দ্র চৌধুরি দাবি করেছেন প্রায় ২০ দিন আগে শিশুটির বাবা তাকে মারধর করেছিলেন। সেই কারণেই তিনি প্রতিশোধ নিতে শিশুটিকে খুন করার পরিকল্পনা করেন। এ বিষয়ে আরও তথ্য জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে।