ব্যুরো নিউজ ২ নভেম্বর : বেশ কিছুদিন ধরেই গোপনাঙ্গে ফোঁড়ার সমস্যায় ভুগছিলেন ২২ বছরের তরুণ প্রীতম দাস। এই সমস্যা নিয়ে বন্ধুদের ঠাট্টা এবং মশকরা তার জন্য মানসিক অবসাদের কারণ হয়ে দাঁড়ায়। চিকিৎসা চলছিল, কিন্তু শেষ পর্যন্ত শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুরের রামনগরের রেললাইনের ধারে উদ্ধার হয় তার ছিন্নভিন্ন দেহ। তার মৃত্যু খুন না আত্মহত্যা—এ নিয়ে ধোঁয়াশা রয়েছে, তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি আত্মহত্যা।
পরিবার সূত্রে জানা যায়
প্রায় ছয় মাস আগে প্রীতমের গোপনাঙ্গে ফোঁড়া হওয়া নিয়ে আলোচনা শুরু হলে বন্ধুদের মধ্যে মশকরা চলতে থাকে। এ কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এমনকি, যৌন সম্পর্কের সমস্যা ও সন্তান জন্মদানের ক্ষমতা হারানোর কথাও তার বন্ধুরা নিয়ে ঠাট্টা করত। এসব নিয়ে তিনি এতটাই চিন্তিত ছিলেন যে, পরিবারও তার চিকিৎসা করাচ্ছিল।প্রীতমের মৃত্যুর খবর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রামনগর থানার অফিসার ইনচার্জ অমিত দেব জানিয়েছেন, “আত্মহত্যার একটি মামলা দায়ের হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।” এই ঘটনার পর থেকে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোক এবং হতাশা ছড়িয়ে পড়েছে। মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, বিশেষ করে তরুণদের মধ্যে এই ধরনের সমস্যা নিয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা আজ নতুন করে অনুভূত হচ্ছে।