ব্যুরো নিউজ,১৪ জানুয়ারি:যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিংয়ের নাম বেশিরভাগ সময় খবরের শিরোনামে আসে তার বিতর্কিত মন্তব্যের কারণে। সম্প্রতি আবারও তিনি একটি বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এসেছেন। গত রবিবার একটি ইউটিউব সাক্ষাৎকারে তিনি বিভিন্ন বিষয় নিয়ে মুখ খোলেন, যার মধ্যে ছিল আমির খান, মহিলাদের ক্ষমতা এবং কপিল দেবের বিরুদ্ধে কড়া মন্তব্য।যোগরাজ সিং প্রথমে আমির খানের সিনেমা “তারে জামিন পার” নিয়ে তীব্র বিরক্তি প্রকাশ করেন। তিনি বলেন, “এটা একদম বেকার সিনেমা,” যা নিয়ে আলোচনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, যে কোনো ভালো কাজের জন্য একজন শিশুকে তার বাবা-মায়ের পছন্দ অনুযায়ী তৈরি করা উচিত, যা তার শিক্ষা ও মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে।
রোহিত শর্মার রঞ্জি ট্রফিতে অংশগ্রহণের সম্ভাবনা ? ক্রিকেট বিশ্বে জল্পনা
এরপর, মহিলাদের বিষয়েও তিনি একটি বিতর্কিত মন্তব্য করেন। যোগরাজ সিং বলেন, “একটি পরিবার যদি পুরোপুরি একজন মহিলার ওপর নির্ভরশীল থাকে, তাহলে সেই সংসার ধ্বংস হয়ে যায়।” তিনি আরও যোগ করেন, “ইন্দিরা গান্ধী যেমন এই দেশকে ধ্বংস করেছিলেন, তেমনি একজন মহিলার হাতে ক্ষমতা চলে গেলে সে সেই ক্ষমতার অপব্যবহার করবে।” তার এই মন্তব্যগুলো যথেষ্ট বিতর্কের জন্ম দিয়েছে এবং বিভিন্ন মহলে সমালোচনার ঝড় তুলেছে।যোগরাজ সিংয়ের আরও একটি চাঞ্চল্যকর মন্তব্য ছিল ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের বিরুদ্ধে। তিনি জানান, “কপিল দেব অধিনায়ক হওয়ার পর থেকে আমি আর ভারতীয় টেস্ট দলের সুযোগ পাইনি। জাতীয় দল থেকেও বাদ পড়েছিলাম। আমি এতটাই রেগে গিয়েছিলাম যে কপিল দেবকে খুন করার পরিকল্পনা করে ফেলেছিলাম।” এই কথা বলার পর তিনি জানান যে, একটি বন্দুক নিয়ে কপিল দেবের বাড়ি গিয়েছিলেন, কিন্তু কপিল দেব মা নিয়ে বাইরে বেরিয়ে আসায় তিনি বেঁচে যান।
মকর সংক্রান্তিতে শীতের সুর গায়েব, জানুন পশ্চিমবঙ্গের আগামী কয়েক দিনের আবহাওয়া কেমন হবে
যোগরাজ বলেন, “আমি তাকে বলেছিলাম, ‘আজ যদি তোর মা না থাকত, তোকে আমার পিস্তলের গুলিতে মেরে ফেলতাম।’” যোগরাজ সিংয়ের এই বিতর্কিত মন্তব্যগুলো শুনে নেট দুনিয়ার বাসিন্দারা রীতিমতো হতবাক হয়ে গেছেন। তার এই মন্তব্যগুলো নিয়ে এখন আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে, এবং তার প্রভাবের কথা বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে।