ব্যুরো নিউজ,৮ জানুয়ারি:কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সির ভবিষ্যৎ নিয়ে চলছে নানা আলোচনা। পনেরো বছর ধরে শহরে চলা এই হলুদ ট্যাক্সিকে এখন বিভিন্ন সমস্যা পোহাতে হচ্ছে। সম্প্রতি, হলুদ ট্যাক্সির চালকদের বিভিন্ন সংগঠন পরিবহণ দফতরের সাহায্য চেয়েছিল। বিশেষ করে, নতুন গাড়ি কেনার জন্য বিপুল খরচের সমস্যা সমাধানের জন্য তারা সরকারের সাহায্য চেয়েছিল।
নিরাপদে প্রেম করার জায়গা এখন OYO তবে এখানে আসছে নতুন rules
সমস্যাগুলির বিষয়ে কথা বলা
এ ব্যাপারে গত মঙ্গলবার, পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এআইটিইউসি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর্স কোঅর্ডিনেশন কমিটির নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন।বৈঠকে ট্যাক্সি সংগঠনগুলির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়, কিভাবে অন্যান্য গাড়িকে হলুদ ট্যাক্সি হিসেবে চালাতে অনুমতি দেওয়া যায়, তা নিয়ে আলোচনা করা প্রয়োজন। এছাড়াও, হলুদ ট্যাক্সির পার্কিং সমস্যা, যাত্রী সাথী অ্যাপে ভাড়ার হার হলুদ ট্যাক্সির মিটারে চালু করা, এবং হাওড়ার প্রি-পেড বুথ থেকে ভাড়া নেওয়ার সমস্যাগুলির বিষয়েও কথা বলা হয়।
শীতের ঠান্ডায় স্নান না করলে আয়ু বাড়ে? ভাইরাল ভিডিওর দাবিতে হইচই
পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, সমস্ত সমস্যা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। ট্যাক্সি সংগঠনগুলির পক্ষ থেকে নতুন ট্যাক্সি কেনার ক্ষেত্রে সরকারকে সহায়ক নীতি গ্রহণের জন্য আবেদন জানানো হয়েছে। এর পাশাপাশি, হলুদ ট্যাক্সির মেয়াদ বৃদ্ধির বিষয়ে সরকারের সহানুভূতির আশ্বাসও পেয়েছেন তাঁরা।