ব্যুরো নিউজ, ৩ এপ্রিল, শর্মিলা চন্দ্র: লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় নিরাপত্তা বাড়ানো হলো চার বিজেপি নেতার। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে দেওয়া হল সর্বোচ্চ নিরাপত্তা। সূত্রের খবর, জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছে অর্জুন সিংকে। জেড ক্যাটাগরির নিরাপত্তার অধীনে পুলিশ অফিসা কমান্ডো-সহ মোট ২২ জন নিরাপত্তার দায়িত্বে থাকেন।
আদৌ কি বৃষ্টির মুখ দেখতে পাবে বঙ্গবাসী? কী বলে হাওয়া অফিস?
ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা ফিরে পেলেন অর্জুন সিং
উল্লেখ্য, ২০১৯ এ বিজেপিতে থাকাকালীন ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পেয়েছিলেন অর্জুন সিং। ২০২১-এ পেয়েছিলেন জেড ক্যাটাগরির নিরাপত্তা। যদিও পরে তৃণমূলে যোগ দেওয়ার কারণে কেন্দ্রে তরফে তাঁর সর্বোচ্চ নিরাপত্তা প্রত্যাহার করা হয়। লোকসভা নির্বাচনের আগে ফের গেরুয়া শিবিরে যোগ দেওয়ায় তাঁর সর্বোচ্চ নিরাপত্তা ফিরিয়ে দিল কেন্দ্র।
অন্যদিকে, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা। অর্জুন সিং, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে কোচবিহারের বিজেপি জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন ও কোচবিহারের বিজেপির কার্যনিবাহী সদস্য তাপস দাসকে। ভোটের মুখে চার বিজেপি নেতার নিরাপত্তা বৃদ্ধি বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।