Abhijit Gangopadhy

ব্যুরো নিউজ, ৮ মার্চ: নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক কড়া পদক্ষেপ নিতে দেখা গিয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। অভিযুক্ত দুর্নীতিকারীদেরও কড়া ভাষায়  সমালোচনা করেন তিনি। বরাবরই শাসক দলের তীব্র বিরোধিতা করতে দেখা গিয়েছিল তাকে। একেবারে স্পষ্ট ভাষায় তোপ দেগেছিলেন শাসকদলের প্রভাবশালীদের বিরুদ্ধে। অন্যায়কে মুখের ওপর অন্যায় বলে চিহ্নিত করে ছিলেন তিনি। এমনকি পুরসভায় নিয়োগ দুর্নীতি থেকে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় বরাবরই বঞ্চিতদের পক্ষেই রায় দিয়েছেন। পাশাপাশি কড়া ভাষায় সমালোচনা করেছেন দুর্নীতিকারীদের।

বিপদ বাড়ছে শাহজাহানের! সিবিআই-এর সঙ্গে হাজির ইডি কর্তারাও

Advertisement of Hill 2 Ocean

চলতি বছরের অগাস্ট মাসেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অবসর গ্রহণের দিন। কিন্তু তিনি তার আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। আর তার এই মন্তব্যই জন্ম দিয়েছিল নতুন জল্পনার। তার এই অবসরের কথা সামনে আসতেই রাজনৈতিক মহলে গুঞ্জন শোনা যায়, তিনি হয়তো এবার কোনও রাজনৈতিক দলে যোগ দিতে চলেছেন।

কিন্তু অবসর গ্রহণের আগেই তার আগাম অবসর গ্রহনের বিষয়টি সামনে আসতেই তুঙ্গে ওঠে চর্চা। তিনি যে রাজনৈতির মঞ্চে যোগ দিতে চলেছেন, তার আভাস আগেই মিলেছিল। কিন্তু কেন বিজেপিতেই যোগ?

এ বিষয়ে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, শাসক দলের একাধিক দুর্নীতি সামনে এসেছে। তৃণমূলই তাকে রাজনীতিতে আসার অনুপ্রেরণা জুগিয়েছে। বিচারপতিদের অপমান, গালিগালাজ করা হয়েছে। বিজেপিই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। বিজেপি সর্ব ভারতীয় পার্টি। তাই বিজেপিতে যোগ দিচ্ছি বলেও জানান। ৭ মার্চ বিজেপিতে যোগ দিচ্ছি বলে স্পষ্ট জানান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে কোথাকার প্রার্থী হয়ে তিনি লোকসভা লড়বেন সে বিষয়ে তিনি জানান, তা এখনও ঠিক হয়নি। তা বিজেপিই ঠিক করবে আমি প্রার্থী হব কি না। তবে মনে করা হচ্ছে দক্ষিণে ডায়মন্ড হারবারের অথবা তমলুকে বিজেপি প্রার্থী হতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

writing-the-wall-in-the-name-of-abhijit-gangopadhyay

তবে এরই মধ্যে নয়া জল্পনা!

অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপতে যোগ দিতেই শুরু হয়েছে নয়া জল্পনা। তমলুকে প্রার্থী হচ্ছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনই দেওয়াল লিখন নিয়ে ফের শুরু হয়েছে চর্চা। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোথাকার প্রার্থী হবেন, আদৌ তাকে প্রার্থী মনোনীত করা হবে কি না সে বিষয়ে কোনো ঘোষণা করেনি। এমনকি  অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও এ বিষয়ে কিছু জানাননি। তিনি বরাবরই বলে এসেছেন দল তাকে যেই দায়িত্ব দেবেন তিনি তা নিষ্ঠার সঙ্গে পালন করবেন। কিন্তু এর মধ্যেই নন্দীগ্রামের হরিপুরে নজরে এল এক দেওয়াল লিখন। যেখানে লেখা, ‘ তমলুক লোকসভা কেন্দ্রে  অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পদ্ম চিহ্নে ভোট দিন’। আর এই ছবি সামনে আসতেই মনে করা হচ্ছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের  তমলুকের বিজেপি প্রার্থী হওয়ার  জল্পনা কি তবে সত্যি হতে চলেছে? তার তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর