
দিল্লিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়! কোন মন্ত্রক পাবেন তিনি?
ব্যুরো নিউজ, ৯ জুন: নরেন্দ্র মোদীর শপথ গ্রহনের পাশাপাশি আজ মন্ত্রিসভারও শপথ গ্রহণ। আর মোদীর নয়া মন্ত্রীসভা নিয়েও দীর্ঘ চর্চা। কে কে থাকছেন সেই মন্ত্রিসভায় তা নিয়ে তুঙ্গে আলোচনা। তবে এনডিএ জোটের শরিক দলের একাধিক দাবি সামনে আসায় মনে করা হচ্ছিল এবার মোদীর ক্যাবিনেটে বাংলার মুখ কমতে পারে। আর বাংলা থেকে মোদী ক্যাবিনেটে কারা কারা জায়গা পাবেন সে নিয়েও অনেক নাম