ব্যুরো নিউজ, ৮ আগস্ট:বিশ্বজুড়ে বিপুল ভান্ডার রয়েছে ফলেরযা গুণেও শেষ করা যাবে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন ফল আবার বিখ্যাত। সারা পৃথিবীতে ফলের রাজা হল আম। কিন্তু ফলের রানী কে না আমরা অনেকেই জানিনা।
ফলের রানী কে তাহলে ?
বাড়িতে বানান মিষ্টির এই রেসিপি ছানার জিলিপি
আমরা সকলেই ছোটবেলা থেকে শুনি এসেছি যে ফলের রাজা হল আম। কিন্তু আমরা এটাই জানিনা যে ফলের রানী কোন ফলকে বলা হয়। পুরান মতে, এই ফলের রানী নাকি আবার দেবদেবীদের প্রিয় খাবার।তাই এই ফলের রানীকে ঐশ্বরিক স্থান দেওয়া হয়।
বাড়িতে বানিয়ে ফেলুন খুব সহজ রেসিপি তালের কেক
তবে ভারতবর্ষে এই ফল খুব একটা পাওয়া না গেলেও এই ফল থাইল্যান্ডের জাতীয় ফল। এছাড়াও এই ফল পাওয়া যায় মালয়েশিয়া বা সিঙ্গাপুরের মত দেশে।
কোন ফল নিয়ে বিমানে উঠবেন না জেনে নিন
‘ম্যাঙ্গোস্টিন’ নামের একটি ফলকে ফলের রানী বলে আখ্যা দেওয়া হয়েছে। যার স্বাদ কিছুটা টক কিছুটা মিষ্টি। অধিকাংশ মানুষই এই ফলের স্বাদ পছন্দ করেন। শোনা যায় নাকি ব্রিটেনের রানীও এই ফল দারুন পছন্দ করতেন। এই ফলে প্রচুর গুনও রয়েছে। প্রচুর অ্যান্টিঅক্সিডান্ট থাকার কারণে এই ফল খুবই স্বাস্থ্যকর।তবে এই ফলের দাম বেশি নয় মাত্র ৫০০ গ্রামের দাম ৪৩০ টাকা।