উলের কাপড়

ব্যুরো নিউজ, ৪ ডিসেম্বর : পশমী কাপড় ঠাণ্ডা থেকে ভালোভাবে রক্ষা করে। কিন্তু এগুলোকে পরিষ্কার করতে গিয়ে অনেকেই কিছু ভুল করে থাকেন। এই ভুলগুলোর ফলে আপনার দামী উলের কাপড়ের গুণগত মান নষ্ট হতে পারে। তাই উলের কাপড় ধোয়ার সময় কিছু সাধারণ ভুল থেকে বিরত থাকতে হবে।

বিল গেটসের ‘ল্যাবরেটরি’ মন্তব্যে বিতর্ক, নেটিজেনদের ক্ষোভ

উলের কাপড় ধোয়ার সময় যে জিনিস গুলি মাথায় রাখতে হবে

প্রথমত- উলের কাপড় গরম পানি দিয়ে ধোয়া একদম ভুল। উল খুবই সংবেদনশীল এবং গরম পানিতে ধুলে এর ফাইবার ভেঙে যায় ফলে সোয়েটারের আকারও কমে যেতে পারে। তাই সবসময় উলের কাপড় ঠাণ্ডা বা হালকা গরম পানিতে ধুয়ে নিন।

দ্বিতীয়ত- উলের কাপড় ধোয়ার জন্য শক্ত ডিটারজেন্ট ব্যবহার করা উচিত নয়। উল খুবই নরম এবং স্পর্শকাতর, তাই হালকা, নরম এবং তরল ডিটারজেন্ট ব্যবহার করুন। আর মেশিনে নয়, বরং হাতে ধুয়ে নিলে ভালো ফলাফল পাবেন।

দার্জিলিঙে ঘুড়তে গিয়ে এক পর্যটকের মৃত্যু, বারবার এমন ঘটনা পর্যটকদের উদ্বেগ বাড়াচ্ছে

তৃতীয়ত- উলের কাপড় সোজা ধোয়া উচিত নয়। পশমী কাপড় সবসময় ভিতরের দিকে রেখে ধুয়ে শুকাতে দিন। এতে কাপড় সরাসরি ডিটারজেন্ট বা সূর্যের তাপে না পড়ে, ফলে কাপড়ের রং দ্রুত ফিকে হবে না।

চতুর্থত- ধোয়ার পর উলের কাপড় কখনোই চেপে নাড়ে শুকানো উচিত নয়। এতে কাপড়ের আকার পরিবর্তিত হয়ে যেতে পারে। বরং আলতোভাবে পানি ছেঁকে বের করুন এবং সঠিকভাবে শুকাতে দিন।

উলের কাপড় কখনোই চাপা উচিত নয়। চাপ দিলে গরম কাপড়ের ক্ষতি হতে পারে, তাই কাপড় মৃদুভাবে শুকাতে রাখুন।এভাবে ধুয়ে আপনি আপনার উলের কাপড়কে দীর্ঘদিন ভালো রাখতে পারবেন এবং এর আভা বজায় রাখতে পারবেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর