Wolf Terror MLA Takes Up Arms for Search Efforts

ব্যুরো নিউজ,১৭ সেপ্টেম্বর :এক মাস ধরে উত্তরপ্রদেশের বহরাইচ জেলার মানুষখেকো নেকড়েটি এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে, এবং এরই মধ্যে একের পর এক হামলার ঘটনা ঘটছে। বন দফতরের সব চেষ্টা সত্ত্বেও, এই ভয়ঙ্কর প্রাণীকে আটকাতে তাদের সক্ষমতা সীমিত হয়েছে। পরিস্থিতির আরও অবনতি ঘটতে থাকায় এলাকার গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

অদিতি-সিদ্ধার্থের প্রেমের গল্প: সাতপাকে বাঁধা পড়লেন দুই তারকা

মানুষখেকো নেকড়ে

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি: সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ কি?

এই পরিস্থিতির মোকাবিলায় বিজেপি বিধায়ক সুরেশ্বর সিংহ নিজে হাতে বন্দুক নিয়ে নেকড়ের তল্লাশি চালাতে শুরু করেছেন। সোমবার রাতে, সিংহ গ্রামবাসীদের নিয়ে বন্দুক হাতে আখক্ষেতের তল্লাশি শুরু করেন। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বহরাইচ পরিদর্শন করেছিলেন এবং জেলা প্রশাসনকে দ্রুত নেকড়েটি ধরার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু, মুখ্যমন্ত্রীর পরিদর্শনের পরেও সোমবার বহরাইচের একটি গ্রামে নতুন করে নেকড়ের হামলা হয়।

মুখ্যমন্ত্রীর সভার কিছু সময় পরে এই হামলা ঘটায়, জেলা প্রশাসনের মধ্যে শোরগোল সৃষ্টি হয়। বিধায়ক সুরেশ্বর সিংহও চাপের মধ্যে পড়েন। বন দফতরের তল্লাশির সঙ্গে তিনি নিজেও তল্লাশি চালান। খবর পেয়ে বনাধিকারিকরা তার সঙ্গে উপস্থিত হন এবং ড্রোনের সাহায্যে তল্লাশি শুরু করেন। তল্লাশির সময় একটি ক্ষেতের মধ্যে থেকে ছাগলের আধখাওয়া দেহ উদ্ধার হয়, যা পরিস্থিতির ভয়াবহতা আরও বৃদ্ধি করে।

মমতা ও জুনিয়র ডাক্তারদের বৈঠকঃ কিছু দাবি নিয়ে অনিশ্চয়তা

গত তিন মাস ধরে, বহরাইচে মানুষখেকো নেকড়ের তাণ্ডব অব্যাহত রয়েছে। নেকড়ের হামলায় ৯ জন নিহত হয়েছেন এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন। ৫০টি গ্রামে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠায় মুখ্যমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাঁচটি নেকড়ে ধরা পড়লেও, এখনও অধরা একটি নেকড়ে বহরাইচের প্রধান আতঙ্ক হয়ে উঠেছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর