ব্যুরো নিউজ, ২৫ অক্টোবর :চুলের সমস্যা আমাদের নিত্যসঙ্গী। কখনো চুলের অযথা পড়া, কখনো চুলের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। তবে সবচেয়ে বিরক্তিকর সমস্যা হলো খুশকি। বছরের যেকোনো সময়ে এই সমস্যা দেখা দিলেও শীতকালে এটি অনেক বেশি বাড়ে। সাধারণত খুশকি দূর করতে হাজার হাজার টাকা খরচ করা হয় বিভিন্ন কসমেটিক্সে, কিন্তু তার পরেও সমস্যার সমাধান হয় না।
দীপাবলির জন্য এক অনন্য চুল বাঁধার টিপস শেয়ার করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
এক্ষেত্রে ঘরোয়া উপাদান বিশেষভাবে কার্যকর। মুলতানি মাটি চুল ও ত্বকের নানা সমস্যা সমাধানে খুবই কার্যকরী। মুলতানি মাটির মধ্যে থাকা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সিলিকা মাথার মৃত কোষগুলো পরিষ্কার করতে সাহায্য করে, পাশাপাশি মাথার ত্বকে জমে থাকা তেল এবং ময়লাও দূর করে।
এখানে কয়েকটি মুলতানি মাটির উপায়ে খুশকি দূর করার রেসিপি:
উৎসবের পর চুলের সঠিক যত্ন নিতে ব্যাবহার করুন এই ঘরোয়া টোটকাগুলি
মুলতানি মাটি এবং লেবুর রস: ২ টেবিল চামচ মুলতানি মাটি, অর্ধেক লেবুর রস এবং সামান্য জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই পেস্টটি মাথার ত্বকে লাগিয়ে ২০ মিনিট রাখুন। পরে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
মুলতানি মাটি এবং দই: ২ টেবিল চামচ মুলতানি মাটি ও ২ টেবিল চামচ দই মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
সিঁদুরখেলে মাথা ও গাল চুলকাচ্ছে? এখুনি সতর্ক হন !
মুলতানি মাটি এবং অ্যালোভেরা: ২ টেবিল চামচ মুলতানি মাটি ও ২ টেবিল চামচ অ্যালোভেরা একসাথে মিশিয়ে ২০ মিনিট মাথায় রাখুন এবং পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।