উত্তুরে হাওয়া

ব্যুরো নিউজ ৭ নভেম্বর : নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হলেও শীতের হিমেল হাওয়ার দেখা মেলেনি। রাতে হালকা শিরশিরানি থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই রোদে ঘাম ঝরছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, নভেম্বরের মাঝামাঝি থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন শুরু হবে এবং মাসের শেষ সপ্তাহে শীতের আগমন হতে পারে। বিশেষ করে ২৫ নভেম্বরের পর উত্তুরে হাওয়া প্রবেশের পরিবেশ অনুকূল হবে, ফলে তাপমাত্রা কমতে শুরু করবে।

রাশিয়ায় জন্মহার সংকট,কর্মক্ষেত্রে সঙ্গমের আহ্বান সরকারের

বঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃহস্পতিবার থেকে শনিবার সকালগুলোতে হালকা কুয়াশা থাকতে পারে, আর দিনের বেলায় আকাশ আংশিক মেঘলা হতে পারে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। জগদ্ধাত্রী পুজোর নবমী, রবিবারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। সোমবার থেকে দক্ষিণবঙ্গ ফের শুষ্ক থাকবে।

চাল নিয়ে ঝগড়া, মারধরে প্রাণ গেল রেশন ডিলারের! উত্তপ্ত গোয়ালপোখর

উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ে রবিবার থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলোতে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। শনিবার পর্যন্ত দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা সুস্পষ্ট দেখা যাবে। মালদহ ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা রয়েছে।

https://www.youtube.com/live/iAbawc-U34M?si=pmrF3nsNv7fmBna5

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর