ব্যুরো নিউজ,১২ ডিসেম্বর:প্রত্যেকেই জীবনের কোন না কোন সময় সাইকেল চালায়।সাইকেল চালানো শরীরের জন্য ভালো। সাইকেল চালালে এক্সারসাইজও হয় এবং তার সাথে সাথে পরিবেশকেও দূষণমুক্ত রাখে সাইকেল।কিন্তু লেডিস সাইকেল দেখে সকলের মনেই হয়তো এই প্রশ্নটা চলে যে লেডিস সাইকেলের মাঝে রড থাকে না কেন?
পুরনো বোতলে মাটি ছাড়াই চাষ করুন ধনেপাতাঃ গোটা শীতকাল উপভোগ করুন তাজা ধনেপাতা
কারন জানুন
লেডিস সাইকেল এবং জেন্টস সাইকেলের মধ্যে কিছু গঠনগত পার্থক্য দেখতে পাওয়া যায়। লেডিস সাইকেলের ডিজাইন এবং জেন্টস সাইকেলের ডিজাইন একেবারে আলাদা হয় তার সাথে সাথে রঙেরও পার্থক্য লক্ষ্য করা যায়। লেডিস সাইকেল এর মাঝে কোন রড থাকে না তার কারণ জানেন কি? পুরুষদের সাইকেলের সামনে রোডটি রাখা হয় সিট মজবুত করবার জন্য। কিন্তু লেডিস সাইকেলের এই রডটি দেওয়া হয় নিচের দিকে।
জানেন কি এই পাঁচটি বিরল প্রজাতির প্রাণী শুধুমাত্র ভারতেই পাওয়া যায়? জানুন তাদের সম্পর্কে
আসলে মহিলাদের পোশাকের সমস্যার সমাধানের জন্যই এইরকম ব্যবস্থা করা হয়। যাতে সমস্ত রকমের পোশাক পড়া মেয়েরাই সাইকেল চালাতে পারে। সামনে রড থাকলে মেয়েদের পোশাক উঠে যেতে পারে সিটে বসার সময় ফলে এটি অস্বস্তিকর কারণ হয়ে উঠতে পারে,সেই জন্য মেয়েদের স্বাচ্ছন্দের কথা মাথায় রেখেই তাদের সাইকেলের সামনের রোডটি সরিয়ে দেয়া হয়।