ব্যুরো নিউজ,২৯ নভেম্বর:বিধানসভায় কৃষি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির রিপোর্টের আলোচনায় আলুর দাম বৃদ্ধি নিয়ে আলোচনা ওঠে।বিশেষত, বাংলায় আলু উৎপাদন স্বনির্ভর হলেও, এখনও আলুর বীজের জন্য পঞ্জাবের ওপর নির্ভর করতে হয়। তবে রাজ্য সরকার এবার এই পরনির্ভরতা কাটিয়ে আলু বীজ উৎপাদনে স্বনির্ভর হতে চায়। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের মতে, আগামী বছর থেকে রাজ্যে ৫০ লক্ষ আলু বীজ উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে। আর ২০৩০ সালের মধ্যে আলু উৎপাদনে রাজ্য পুরোপুরি স্বনির্ভর হবে।
এয়ার ইন্ডিয়ার পুনরুজ্জীবনঃ চ্যালেঞ্জের মধ্যে এগিয়ে চলেছে পাঁচ বছরের পরিকল্পনা
স্থানীয় কৃষকদের লাভ
এখন পর্যন্ত, বাংলায় আলুর দাম রয়েছে ৩৫ টাকা কেজি, যা মধ্যবিত্তদের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।আলুর দাম বৃদ্ধির জন্য টাস্ক ফোর্সকে বাজারে নামানো হলেও, তেমন কোনো ফল মেলেনি। রাজ্যের কৃষিমন্ত্রী এ বিষয়ে বলেন, ভিন রাজ্যের উপর নির্ভরশীলতা আর নয়, বাংলা নিজেই আলু বীজ উৎপাদন করবে। এই উদ্যোগের মাধ্যমে আলুর দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। মন্ত্রী আরও জানান, ২০২৫ সাল থেকেই বাংলায় আলু বীজ উৎপাদন শুরু হবে এবং পরবর্তী পাঁচ বছরের মধ্যে রাজ্য আলু উৎপাদনে স্বনির্ভর হয়ে উঠবে।
সুখেন্দুশেখর রায়ের রাজ্যসভায় আসন বদল, তৃণমূলের সঙ্গে কি দূরত্ব বাড়ল?
এছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার এই উদ্যোগটি শুরু করেছে, যাতে ২০৩০ সালের মধ্যে পঞ্জাবের ওপর নির্ভরশীলতা বন্ধ হয়। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, এই পরিকল্পনা সফল হলে রাজ্যবাসী আর আলুর দাম বৃদ্ধির জন্য সমস্যায় পড়বেন না।এই উদ্যোগ রাজ্যের কৃষি খাতে একটি বড় পরিবর্তন আনবে, এবং আলু উৎপাদনে স্বনির্ভরতা নিশ্চিত হলে স্থানীয় কৃষকদেরও লাভ হবে।