ডুয়া লিপার

ব্যুরো নিউজ,৪ ডিসেম্বর:সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে বিতর্ক তৈরি হয়েছে ডুয়া লিপার গাওয়া “ওহ লাড়কি জো” গানটি নিয়ে, সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন সঙ্গীত রচয়িতা অনু মালিক।এই গানটি গাওয়ার সময় ডুয়া লিপা সুরকার এবং সংগীত শিল্পীর নাম উল্লেখ করেননি যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।অনু মালিক জানিয়েছেন ‘ডুয়া লিপা খুবই প্রতিভাবান একজন গায়িকা।’ তিনি আরো বলেন ‘একটি গান গাওয়ার আগে, সেই গানটির পেছনে যাদের পরিশ্রম রয়েছে, তাদের নাম জানানো গুরুত্বপূর্ণ। তবে আমরা কাউকে কোনও বিতর্কে জড়াতে চাই না, কেবল সঠিক ক্রেডিট দেওয়ার জন্যই অনুরোধ করতে পারি।’

চা ওয়ালা আমন্ত্রিত মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে! কে এই চা ওয়ালা?

সম্পর্কের মধ্যে টানাপোড়েন


অনু মালিক আরও বলেন ‘আমরা অত্যন্ত খুশি যে একটি ভারতীয় গান আন্তর্জাতিক স্তরে গাওয়া হয়েছে।তবে এটা মনে রাখতে হবে যে এই গানে শাহরুখ খানের উপস্থিতি গানের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে।’ তিনি ডুয়া লিপাকে ধন্যবাদ জানিয়ে বলেন এই গানটি বিদেশে আরও জনপ্রিয় হয়েছে তার জন্য সংগীত শিল্পীকে অনেক ধন্যবাদ।’ অপরদিকে গায়ক অভিজিৎ ভট্টাচার্যও সম্প্রতি এই প্রসঙ্গে মন্তব্য করেছিলেন। তিনি বলেন ‘গানটি গাওয়ার সময় ডুয়া লিপার সুরকার ও সংগীত শিল্পীর নাম উল্লেখ করা উচিত ছিল। কারণ তিনি নিজেও একজন গায়িকা তাই তার উচিত ছিল এটি বলা।’

বলিউডের অভিনেতা অনুপম খের-এর সফল যাত্রার গল্প

প্রসঙ্গত, ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খান এবং টুইংকেল খান্না অভিনীত ‘বাদশা’ সিনেমার “ওহ লাড়কি জো” গানটি বেশ জনপ্রিয় ছিল এবং এখনও জনপ্রিয়।এটি এক সময় শাহরুখ খানের ছবির জনপ্রিয় গানগুলির মধ্যে একটি ছিল যাতে সুর করেছিলেন অভিজিৎ ভট্টাচার্য।তবে পরবর্তীকালে, অভিজিৎ এবং শাহরুখের সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয় এবং তারা একসঙ্গে কাজ করা বন্ধ করেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর