ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর : ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলার জন্য গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবের টিম বাস। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজ অনুযায়ী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার সময় রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার বা সাপোর্ট স্টাফ বাসে উপস্থিত ছিল না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। জানা যাচ্ছে দুর্ঘটনার কবলে পড়া বাসটি ছিল দলের ফুটবলারদের কীট ও সামগ্রী বহন করার জন্য ব্যবহৃত।
এয়ার ইন্ডিয়ার পুনরুজ্জীবনঃ চ্যালেঞ্জের মধ্যে এগিয়ে চলেছে পাঁচ বছরের পরিকল্পনা
টয়োটা গাড়ির সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে
ওয়ারউইকশায়ার পুলিশ দুর্ঘটনার ব্যাপারে একটি বিবৃতি প্রকাশ করে। একটি নামকরা ফুটবল দলের বাস M40 সাউথবাউন্ডের ১৫ এবং ১৬ জংশনের মাঝামাঝি দুর্ঘটনায় পড়ে। পুলিশ জানিয়েছে “আমাদের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। ভাগ্যক্রমে কেউ গুরুতর আহত হয়নি এবং সেই সময় ওই বাসে রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার ছিলেন না।”এটি প্রথম ঘটনা নয় এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসেও রিয়াল মাদ্রিদের টিম বাস দুর্ঘটনার শিকার হয়েছিল। সেই সময় চ্যাম্পিয়ন্স লিগে আরবি লেইপজিগের বিরুদ্ধে ম্যাচের পর বিমানবন্দর থেকে যাত্রা করার সময় একটি টয়োটা গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটে।রিয়াল মাদ্রিদ ক্লাবটি তার নতুন বিলাসবহুল টিম বাসটি ২০২৪ সালের অক্টোবরে চালু করেছিল । যার মধ্যে আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে।
গুজরাতে একাধিক খুন ও ধর্ষণ ঘটনায় অভিযুক্ত ‘সিরিয়াল কিলার’ অবশেষে গ্রেফতার
২-০ ব্যবধানে লিভারপুলের কাছে পরাজিত হয়েছিল রিয়াল মাদ্রিদ। প্রথম গোলটি করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালেস্টার ৫৪ মিনিটে। এরপর পেনাল্টি শট মিস করেন এমবাপে। ৭৬ মিনিটে দ্বিতীয় গোলটি করেন কোডি গাকপো। যদিও লিভারপুলের মহম্মদ সালাহও পেনাল্টি মিস করেন। এই জয়টিই লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ শীর্ষে পৌঁছে দিয়েছে।