ব্যুরো নিউজ,১৭ ডিসেম্বর:আজকালকার ব্যস্ত জীবনে সবাই একটু শান্তি চায়। তবে দূরে কোথাও যাওয়ার সময়ও হয় না।যদি কলকাতার কাছেই কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে তবে বাঁকিপুট হতে পারে আপনার আদর্শ গন্তব্য। এখানে পাবেন প্রকৃতির সান্নিধ্য, শান্ত পরিবেশ এবং সমুদ্রের সৌন্দর্য।
প্রকৃতির কোলে শান্তিতে নিজের সাথে একদিন সময় কাটাতে কলকাতার একেবারে কাছেই ঘুরে আসুন। মন হবে ফুরফুরে
মন শান্ত হবে
বাঁকিপুট, মন্দারমনি বা তাজপুরের তুলনায় অনেকটাই শান্ত ও কম জনবহুল, তবে এর প্রাকৃতিক সৌন্দর্য অবিশ্বাস্য। সমুদ্রের সঙ্গে এখানকার শতাব্দীপ্রাচীন মন্দিরের ইতিহাসও দারুণ আকর্ষণীয়। এই মন্দিরটির নাম উল্লেখ করা হয়েছে বাংলার জনপ্রিয় উপন্যাস ‘কপালকুণ্ডলা’-তে। এই জায়গায় সময় কাটালে একদিকে যেমন শান্তির অনুভূতি পাবেন, তেমনই মনকে নতুন করে সতেজও করতে পারবেন।কেউ যদি এই শান্তির খোঁজে ভ্রমণ করতে চান, তারা বাঁকিপুটে সহজেই যেতে পারেন। যদি বাসে যান, তবে দিঘাগামী কোনো বাসে চেপে কাঁথি পৌঁছান এবং তারপর সেখান থেকে বাঁকিপুটের জন্য গাড়ি ভাড়া করতে হবে। গাড়ি ভাড়া করার জন্য খরচ পড়বে প্রায় ১,০০০ টাকা এবং পৌঁছাতে মিনিট ৪০ সময় লাগবে।
মন ভালো করার সেরা গন্তব্য , ঘুরে আসুন হিমাচাল প্রদেশের স্পিতি উপত্যকা
এখানে থাকার জন্য বেশ কিছু সীমিত ব্যবস্থা আছে, তবে আপনি ঝিনুক রেসিডেন্সিতে থাকতে পারেন। এখানে খাওয়ারও ব্যবস্থা আছে এবং প্রতি রাতের ভাড়াও সাধ্যের মধ্যে।একটানা কাজের পর যখন মাত্র একদিনের ছুটি পাবেন তখন কলকাতার কাছেই শান্তিপূর্ণ পরিবেশে একদিনের জন্য সময় কাটানোর জন্য বাঁকিপুট একটি আদর্শ জায়গা।