সোনা-রুপো

ব্যুরো নিউজ, ৪ নভেম্ববর :দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা শেষে এবার শুরু হচ্ছে বিয়ের মরশুম। নভেম্বর ও ডিসেম্বর মাসে বেশ কিছু শুভ দিন রয়েছে, ফলে বাজারে সোনা ও রুপোর চাহিদা বাড়ছে। কিন্তু সোনার বর্তমান মূল্য মধ্যবিত্তের জন্য বড়সড় চিন্তার কারণ হয়ে উঠেছে। যাদের বাজেট সীমিত, তারা ২২ ক্যারেটের পরিবর্তে ১৮ ক্যারেট সোনার গহনা কিনতে পারেন। এ ছাড়া, এখন রুপোর গহনাও জনপ্রিয়। তাই বিয়ের কেনাকাটা সেরে ফেলুন এখনই। তবে সোনা-রুপোর বাজারমূল্য সম্পর্কে জানা জরুরি।

কুমড়োর নৌকায় নদীপথে গিনেস বুকে তুললেন আমেরিকান গ্যারি!

জানুন আজকের সোনা-রুপোর দাম

আজ ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের মূল্য ৭৩৬৯ টাকা। ১০ গ্রাম কিনতে খরচ হবে ৭৩,৬৯০ টাকা, আর ১০০ গ্রামে লাগবে ৭ লক্ষ ৩৬ হাজার ৯০০ টাকা। একদিনে সোনার দাম ১০০ টাকা হ্রাস পেয়েছে।

শোভন-বৈশাখী এবং কুণাল ঘোষ এক ফ্রেমে, কালীপুজোর মঞ্চে কি রাজনৈতিক আলোচনা?

২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের মূল্য ৮০৩৯ টাকা। ১০ গ্রামে মূল্য পড়বে ৮০,৩৯০ টাকা এবং ১০০ গ্রামে ৮ লক্ষ ৩ হাজার ৯০০ টাকা। একদিনে দাম কমেছে ১০০ টাকা।

কম বাজেটে সোনা কেনার জন্য ১৮ ক্যারেট উপযুক্ত। প্রতি গ্রাম ৬০২৯ টাকা, ১০ গ্রামে ৬০,২৯০ টাকা এবং ১০০ গ্রামে ৬ লক্ষ ২ হাজার ৯০০ টাকা।

ফ্লপ কাটাতে হনুমানদের খাবারের দায়িত্বে অক্ষয় কুমার, অযোধ্যায় ১ কোটি দান

আজ রুপোর মূল্যেও সামান্য পরিবর্তন হয়েছে। ১০০ গ্রাম রুপোর দাম ৯৬৯০ টাকা, ১ কেজি রুপো কিনতে খরচ হবে ৯৬,৯০০ টাকা। একদিনে রুপোর দামও ১০০ টাকা কমেছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর