সোনার বাজারে অফার

ব্যুরো নিউজ, ৬ নভেম্ববর :উৎসবের মরশুম পেরিয়ে এসে পৌঁছেছে বিয়ের মরশুম। চারদিকে সানাইয়ের সুর, অনুষ্ঠান, নিমন্ত্রণ, আর সেইসঙ্গে গয়নার চাহিদা তো আছেই। কিন্তু বর্তমান বাজারে সোনা কিনতে গিয়ে কি সাধ্যের মধ্যে থাকা সম্ভব? এখন বাজারে এসেছে হালকা ওজনের গয়না যা একইসঙ্গে ফ্যাশনেবল ও দামেও সাশ্রয়ী।

দক্ষিণ কলকাতার কালীপুজো মণ্ডপে তৃণমূল কাউন্সিলরের কোন্দলে ভাঙচুর

আজকের সোনা-রুপোর দাম জেনে নিন-

আগে যেখানে শুধুমাত্র ২২ ক্যারেটের সোনার চল ছিল। সেখানে বর্তমানে ১৮ ক্যারেট ও ১৪ ক্যারেট সোনার গহনাও প্রচলিত। ফলে বিয়েবাড়ির জন্য বা অনুষ্ঠানে নিজেকে সাজিয়ে তুলতে আগের থেকে অনেক কম খরচেই পছন্দমতো সোনা কেনা সম্ভব হচ্ছে।

কালীপুজোর বিসর্জনে বাজি ফাটানোকে ঘিরে অশান্তি লেকটাউনে

আজকের বাজারে ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৭৩৫৪ টাকা, ১০ গ্রামে ৭৩৫৪০ টাকা, এবং ১০০ গ্রামে ৭৩৫৪০০ টাকা। ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ ৮০২৩ টাকা, ১০ গ্রামে ৮০২৩০ টাকা, এবং ১০০ গ্রামে ৮০২৩০০ টাকা।

একইভাবে ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৬০১৭ টাকা, ১০ গ্রামে ৬০১৭০ টাকা এবং ১০০ গ্রামে ৬০১৭০০ টাকা।

শনিদেবের আশীর্বাদে এই ৪ রাশির জীবনে ভাগ্য বদল ঘটতে চলেছে! দেখে নিন সেই তালিকায় আপনার রাশি রয়েছে কিনা

সোনার পাশাপাশি রুপোর দামেও এসেছে কিছুটা পতন। আজকের বাজারে ১০০ গ্রাম রুপোর দাম ৯৫৯০ টাকা এবং ১ কেজি রুপোর দাম ৯৫৯০০ টাকা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর