ব্যুরো নিউজ ২ সেপ্টেম্বর: আমাদের দেশে বিয়ে মানেই এক উৎসবের আবহ, প্রিয়জনদের সঙ্গে নতুন জীবনের পথে পা রাখা। কত পরিকল্পনা, কত স্বপ্নে সাজানো হয় এই বিশেষ দিনটি। কিন্তু হাওড়ার শ্রাবন্তীকা ও ঘাটালের শুভঙ্কর তাদের বিয়ের কার্ডে যে প্রতিবাদের সুর তুলে ধরলেন, তা সবাইকে হতবাক করেছে।
তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে প্রতিবাদীদের ওপর হামলার অভিযোগ
মন জয় করল নেটিজেনদের
চিকিৎসক তরুণী তিলোত্তমা সরকারের নৃশংস খুন ও ধর্ষণের ঘটনার পর থেকে সুবিচারের দাবি এখনও উঠছে। প্রায় ৫৫ দিন অতিক্রান্ত হলেও সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া এখনও স্পষ্ট নয়। সোশ্যাল মিডিয়া থেকে রাস্তা, সর্বত্রই ‘জাস্টিস অফ আরজি কর’ স্লোগান উঠছে।নতুন জীবন শুরু করার আগে শুভঙ্কর এবং শ্রাবন্তীকার মনে রয়েছে সেই ন্যায়ের ভাবনা। তাই তাদের বিয়ের কার্ডে লাল রঙের আমন্ত্রণপত্রে লেখা রয়েছে, “দুই প্রাণের একটি স্বর বিচার চায় আরজি কর। বিধাতার আশীর্বাদ নিয়ে নতুন জীবনের প্রাক্কালে বিচারের গুরুত্বকে ভুলতে চাইছেন না তাঁরা। নেটিজেনদের মধ্যে তাঁদের এই চিন্তাভাবনাকে কুর্নিশ জানানো হয়েছে।শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় ২৪ ঘণ্টা ডিজিটালকে জানান, শাসক এই ঘটনার গুরুত্বকে ভুলিয়ে দিতে চাইছে, কিন্তু আমরা চেষ্টা করছি মনে করিয়ে দিতে যে তিলোত্তমার খুনের বিচার এখনও পাইনি। শুধু বিয়ের কার্ডেই নয়, বিয়ের অনুষ্ঠান মণ্ডল জুড়ে তারা আরজি কর কাণ্ডের বিচার চেয়ে ফ্ল্যাক লাগানোর পরিকল্পনা করেছেন। আগামী জানুয়ারিতে চার হাত এক হবে শ্রাবন্তীকা ও শুভঙ্করের।
শনির কৃপায় এই ৫ রাশির ভাগ্যে বিরাট পরিবর্তন আসতে চলেছে
এদিকে, ১৪ অক্টোবর আরজি কর মামলার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে। সুরক্ষা ও বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকরা আবারও পূর্ণ কর্মবিরতি শুরু করে দিয়েছে । ওই ঘটনা রাজ্য রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। মহালয়া উপলক্ষে চিকিৎসকরা মহা মিছিলের ডাক দিয়েছেন। উৎসবের মরসুমে সবার কন্ঠে একটাই সুর— ‘জাস্টিস ফর আরজি কর’। কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত হাজার হাজার মানুষের উপস্থিতি দেখিয়ে দিল বিদ্রোহের আঁচ এখনও অমলিন।