alipore weather office

ব্যুরো নিউজ,১৮ আগস্ট : মৌসুমী অক্ষরেখা ছিলই। তার দোসর হয়ে বাংলার আকাশে হাজির নিম্নচাপ। ইতিমধ্যে যা শক্তি বাড়িয়ে বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে আরও শক্তিশালী হয়ে উঠেছে।

যা বললেন আলিপুর আবহাওয়া দফতর

RG Kare case:প্রতিবাদে ভয়?১৬৩ ধারা লাগু আরজি কর চত্বরে, পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি বিকাশের

এর প্রভাবে রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টিপাতের কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কলকাতাতেও। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে।

Rg kar case:দুর্গাপূজোয় ৮৫ হাজার টাকা অনুদান প্রত্যাখ্যান একাধিক ক্লাবের। বেজায় রেগে কুনাল

আবহাওয়ার সতর্কবার্তাজানিয়েছে, নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন উত্তাল হবে সমুদ্র। ৫৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকাঝোড়ো হাওয়া বইবে সমুদ্রের ভেতরে। যে কারণে বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর