ব্যুরো নিউজ, ১৭ এপ্রিল: আগামী কয়েকদিনের জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গের আট জেলায়। ৪০ ডিগ্রিও ছুঁতে পারে তাপমাত্রার পারদ একাধিক এলাকায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, বিগত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও সেখানেও বাড়ছে গরম। তাপমাত্রার পারদ কয়েক জায়গায় ৩৫ ডিগ্রি পর্যন্ত উঠেছে দার্জিলিং ছাড়া।
মার্কেটে পা রাখতে চলেছে ccc! প্রকাশ্যে এলো নজরকাড়া ডিজাইন
সকলেরই কপালে ভাঁজ পড়েছে তাপপ্রবাহের পূর্বাভাস থাকায়
উল্লেখ্য, ভোট শুরু হচ্ছে শুক্রবার থেকে। রাজ্যের আবহাওয়া তার আগে কেমন থাকবে তা নিয়ে বাড়ছে কৌতূহল। সাধারণ মানুষ থেকে ভোটকর্মী সকলেরই কপালে ভাঁজ পড়েছে তাপপ্রবাহের পূর্বাভাস থাকায়। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বরং তাপপ্রবাহ শুরু হতে পারে বুধবার থেকে পশ্চিমের প্রায় সব জেলাতে।
খাবার বেশি নুনে পোড়া হয়ে গিয়েছে? চিন্তা নেই, ব্যবহার করুন চটজলদি এই ৪ টোটকা!
তাপপ্রবাহের হাত থেকে উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনা জেলাও বাদ যাচ্ছে না। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে উত্তরের দিকের আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার জেলায়। পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।