হাসপাতালগুলিতে জলমগ্নতা

ব্যুরো নিউজ ২৬ অক্টোবর : টানা বৃষ্টিতে কলকাতার এসএসকেএম, ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগ জলমগ্ন হয়ে পড়েছে, ফলে রোগী ও তাদের পরিবারের ভোগান্তি তীব্র আকার ধারণ করেছে। এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের প্রবেশপথে জমে থাকা হাঁটুসমান জল পার করতে গিয়ে সমস্যায় পড়েছেন রোগীর আত্মীয়রা।

হাসপাতালগুলিতে বেহাল দশা

কেউ কেউ সিমেন্টের বেদিতে বসে রাত কাটাচ্ছেন। হাসপাতালের রোনাল্ড রস ভবন, প্রসূতি ও সদ্যোজাত বিভাগ, ফার্মেসি, অক্সিজেন স্টোর, ক্যান্টিনে পানি জমে গেছে, যার কারণে রোগী ও কর্মীদের চলাচলে চরম প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে।এসএসকেএমের রোগী পলাশ পালের মতো আত্মীয়েরা জানাচ্ছেন, তারা বহুক্ষণ ধরে বসে আছেন এবং জমা জল না সরলে আরও ভোগান্তির শিকার হতে হবে। একই চিত্র দেখা গেছে ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগের সামনেও। ফার্মেসি বিভাগের স্টাফরা বলেন, ‘‘কোনো মতে ওষুধগুলো জল থেকে রক্ষা করা গেছে, তবে বৃষ্টি না থামলে তা আরও কঠিন হবে।’’ এমনকি ক্যান্টিনে বসে থাকা মানুষও জলে পা ডুবিয়ে খেতে বাধ্য হচ্ছেন। জল তোলার জন্য পাম্প চালানো হলেও নিচু জায়গায় অবস্থিত বিভাগগুলোতে এ সমস্যার সমাধান সহজে হচ্ছে না।

ন্যাশনাল মেডিক্যাল কলেজের বহির্বিভাগ থেকে শুরু করে প্রধান গেট ও ব্লাড ব্যাঙ্কের সামনেও ব্যাপক জল জমে রোগীদের অসুবিধা সৃষ্টি করছে। মেডিক্যাল কলেজ হাসপাতালের ৬ নম্বর গেটের সামনে পর্যন্ত পানি জমে রয়েছে, যেখানে রাস্তা যেন নদীর রূপ নিয়েছে। এ পরিস্থিতিতে রোগীর পরিজনেরা ট্রলিতে মুমূর্ষু রোগী নিয়ে যাতায়াত করছেন, কিন্তু অস্বাভাবিক পরিস্থিতিতে তাঁদের কার্যত প্রতিটি পদক্ষেপেই চরম হয়রানির সম্মুখীন হতে হচ্ছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর