দিল্লি

ব্যুরো নিউজ, ১ নভেম্ববর :অক্টোবর শেষ হলেও দিল্লির আকাশে শীতের কোনো চিহ্ন নেই। বরং উষ্ণ আবহাওয়ায় যেন ঢেকে আছে দেশের রাজধানী। আবহাওয়া দফতরের তথ্যমতে, ৭৩ বছরের মধ্যে এবারের অক্টোবরই দিল্লিতে উষ্ণতম। এই মাসে সর্বোচ্চ তাপমাত্রার গড় দাঁড়িয়েছে ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস যা অক্টোবরের স্বাভাবিক গড়ের চেয়ে অনেকটাই বেশি। একইভাবে, সর্বনিম্ন তাপমাত্রার গড় ২১.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে যা ১৯৫১ সালের পর থেকে রেকর্ডের মধ্যেও উল্লেখযোগ্য।

নতুন চেহারায় ফিরছেন বনি-কৌশানি, আসছে ‘কলকাতায় কেলেঙ্কারি’!

বাংলায় শীতের ছোঁয়া এখনই নয়

 ১২০টি উত্তরপত্র উধাও কলকাতা বিশ্ববিদ্যালয়ে, প্রশ্নের মুখে শিক্ষাব্যবস্থা

অন্যদিকে, বাংলায় অক্টোবরের শেষেও বৃষ্টির আনাগোনা চলছে। কলকাতায় কয়েকদিন আগে দমকা হাওয়া এবং ঝোড়ো বৃষ্টিতে শহরের তাপমাত্রা কিছুটা কমলেও তা স্থায়ী হয়নি। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশিরভাগ সময় ৬৩ থেকে ৯৪ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে, যা আর্দ্রতাজনিত অস্বস্তি তৈরি করছে।

শাহরুখের জন্মদিনে মান্নতে রাজকীয় সাজসজ্জা, এখন থেকেই শুরু অনুরাগীদের উৎসব

শুক্রবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় সামান্য বৃষ্টির পূর্বাভাস থাকলেও, শনিবার থেকে বেশিরভাগ জেলাতেই আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর ফলে আগামী দিনে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির প্রবণতা কমবে এবং বাতাসও ধীরে ধীরে শুষ্ক হতে থাকবে। ১ নভেম্বর থেকে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ির আকাশে বৃষ্টির দাপট অনেকটাই কমবে বলে জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর