ব্যুরো নিউজ, ৪ নভেম্ববর :দক্ষিণবঙ্গে এখন শীতের আমেজ অপেক্ষায় থাকা সত্ত্বেও তাপমাত্রা স্বাভাবিকের উপরে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৯ ডিগ্রি সেলসিয়াস এবং বর্ধমানে ২২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যা স্বাভাবিকের তুলনায় বেশি।
লেকটাউনে কালীমণ্ডপে অপকর্মের অভিযোগঃ বিজেপির তরুণজ্যোতির তোপ
কি বলছে হাওয়া অফিস
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩-৪ দিনের মধ্যে তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে শীতের জন্য অপেক্ষা করতে হতে পারে আরও কিছুদিন। এমনকি নভেম্বরের শুরু হয়েও দক্ষিণবঙ্গে এখনও সেই অর্থে শীতের আবহ তৈরি হয়নি। পরিবর্তে রয়েছে ঠান্ডার ইঙ্গিত কুয়াশায়, কিন্তু তাপমাত্রার মধ্যে সেই শীতলতার ছোঁয়া নেই। এ কারণে শীতপ্রেমীরা কিছুটা হতাশ।
উৎসবের মরশুমে ডেঙ্গিতে মৃত্যুর ছায়া, আতঙ্কে বিধাননগর
আবহাওয়ার এই অস্বাভাবিক পরিবর্তনের পেছনে জলবায়ু পরিবর্তনকে কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বাংলা এ বছর ব্যাপক আবহাওয়ার খামখেয়ালিপনার সাক্ষী থেকেছে। বছরজুড়ে মাত্রাতিরিক্ত গরম, অসময়ে বৃষ্টি, আবার অতিবৃষ্টি ও ঘূর্ণিঝড়, সব মিলিয়ে বঙ্গের আবহাওয়ায় একধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। কালীপুজোর আগে ঘূর্ণিঝড়ের প্রভাব এবং তাপমাত্রার এই খামখেয়ালিপনা জলবায়ুর পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে বিশেষজ্ঞদের মত।